IPL Auction 2025 Live

Apple M3 Chip : দ্রুত গতির এম ৩ চিপ বাজারে নিয়ে এল অ্যাপল

তিনটি চিপ যথাক্রমে এম ৩, এম ৩ প্রো, এবং এম ৩ ম্যাক্স ৩ ন্যানোমিটার প্রযুক্তি দিয়ে তৈরী

Apple (Photo Credit: IANS)

কম্পিউটারের জগতে আরও গতি আনতে এবার নতুন চিপ বাজারে আনল অ্যাপেল। এম ৩ নামের এই চিপটি আগের কম্পিউটার গুলির তুলনায় নতুন মেশিনগুলিতে আরও ভালো পারফর্ম্যান্স দেবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার সকালে অ্যাপেলের তরফে বেশ কিছু কম্পিউটার বাজারে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে রয়েছে এই নতুন এম ৩ চিপ।

অ্যাপেলের তরফে জানানো হয়েছে যে তিনটি চিপ মডেল তারা বাজারে এনেছে যার মধ্যে হল এম ৩, এম ৩ প্রো, এবং এম ৩ ম্যাক্স। এবং এই তিনটিই ৩ ন্যানোমিটার প্রযুক্তি দিয়ে তৈরি বলে জানিয়েছে সংস্থা।

দ্রুতগতির সিপিইউয়ের পাশাপাশি এর মধ্যে রয়েছে উন্নতমানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট যার মাধ্যমে রে ট্রেসিং, মেস শেডিং এবং ডাইনামিক ক্যাচিংয়ের মত বিষয়গুলি করা যাবে সহজভাবেই।

১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো যার মধ্যে এম ৩ চিপ রয়েছে তার দাম পড়বে ১৯৯৯ ডলার।  ১৬ ইঞ্চি এম ৩ প্রো-র দাম পড়বে ২৪৯৯ ডলার। এই ল্যাপটপগুলি মিলবে প্রিঅর্ডারের ভিত্তিতে এবং ৭ নভেম্বর থেকে বাজারে মিলবে এই ল্যাপটপ।