Tim Cook Meets Narendra Modi: নরেন্দ্র মোদির আতিথেয়তায় মুগ্ধ টিম কুক, টুইটে একে অপরকে ধন্যবাদ জ্ঞাপন ভারতের প্রধানমন্ত্রী ও অ্যাপল কর্তার
বুধবার নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন অ্যাপল কোম্পানির চিফ এগজিকিউটিভ অফিসার টিম কুক। পরে ভারতের প্রধানমন্ত্রীর আতিথেয়তায় মুগ্ধ হয়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইটও করেন অ্যাপল কর্তা। তার জবাবে পালটা ধন্যবাদ জানিয়ে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
নয়াদিল্লি: বুধবার নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করলেন অ্যাপল কোম্পানির চিফ এগজিকিউটিভ অফিসার টিম কুক (Apple CEO Tim Cook)। পরে ভারতের প্রধানমন্ত্রীর (Indian Prime Minister) আতিথেয়তায় মুগ্ধ হয়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইটও করেন অ্যাপল কর্তা। তার জবাবে পালটা ধন্যবাদ জানিয়ে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
অ্যাপল কর্তা টিম কুক টুইট করেন, "উষ্ণ আতিথিয়েতার (warm welcome) জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনাকে ধন্যবাদ জানাই (Thank you)। আমাদের আলোচনার সময়ে প্রযুক্তি (technology) বিষয়ে আপনার ইতিবাচক দূরদৃষ্টি (positive vision) যে ভারতের ভবিষ্যতের (India’s future) উপর বিশাল প্রভাব ফেলবে তা অনুভব করতে পেরেছি। আমরাও শিক্ষা (education) থেকে পরিবেশ (environment) সবক্ষেত্রে দেশব্যাপী উৎপাদন ও উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ (committed)।"
এর পালটা টুইটে অ্যাপলের প্রধান কর্তা টিম কুককেও ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, "আপনার সঙ্গে দেখা করে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি টিম কুক। ভারতের প্রযুক্তি বিষয়ক উন্নতি ও বিভিন্ন বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করে আমি খুবই খুশি।" আরও পড়ুন: Simpl Layoff 2023: চাকরির বাজারে দুঃসময়! কর্মী ছাঁটাইয়ের রাস্তায় হাঁটছে এই সংস্থাও