AI May Impact Two-Thirds Of Jobs: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব পড়বে দুই তৃতীয়াংশ কাজের ওপর
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জেরে সারা বিশ্বে ১০ বছরে ৭ শতাংশ জিডিপি বাড়বে বলে জানিয়েছে গোল্ডম্যান স্যাচে
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। দ্রুত এবং নিঁখুতভাবে কাজ করতে সক্ষম মেশিন প্রযুক্তিই এখন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে কাজের জগতে। যার প্রভাব পড়তে পারে কর্মচারীদের ওপর। গোল্ড ম্যান স্যাচের করা এক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
রিসার্চে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ন ইউনিয়নে ের জেরে দুই তৃতীয়াংশ কাজ হারাতে পারে মানুষ। প্রশাসনিক এবং লিগ্যাল কাজের ক্ষেত্রে বেশি কাজ হারাতে পারেন মানুষ। গোল্ডম্যান স্যাচের হিসেব অনুযায়ী, ৪৬ শতাংশ প্রশাসনিক কাজ এবং ৪৪ শতাংশ লিগ্যাল কাজ হারাতে পারেন কর্মচারীরা। এছাড়া নির্মান ক্ষেত্রে ৬ শতাংশ এবং পরিচর্চা ক্ষেত্রে ৪ শতাংশ মানুষ কাজ হারাতে পারেন।
তবে এর বিপরীতে সুখবরও রয়েছে, এআই অটোমেশনের প্রভাবে ১০ বছরের মধ্যে ৭ শতাংশ জিডিপি বাড়বে বলে জানিয়েছে এই সংস্থা।এর ফলে শ্রমের খরচা, নতুন কাজের ক্ষেত্র তৈরির সুবিধা বাড়বে বলে জানা গেছে।