WPL 2023 Auction Live Streaming: সরাসরি কীভাবে দেখবেন মহিলাদের আইপিএলের নিলাম
একটু পরেই, ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে মুম্বইয়ে শুরু হবে মহিলাদের প্রথম আইপিএলের ক্রিকেটারদের নিলাম। মোট ২৪৩ জন ভারতীয় সহ বিশ্বের মোট ৪০৯ জন ক্রিকেটারকে নিয়ে হবে এই নিলাম।
একটু পরেই, ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে মুম্বইয়ে শুরু হবে মহিলাদের প্রথম আইপিএলের ক্রিকেটারদের নিলাম। মোট ২৪৩ জন ভারতীয় সহ বিশ্বের মোট ৪০৯ জন ক্রিকেটারকে নিয়ে হবে এই নিলাম। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি থাকছে নিলামে। প্রতিটি দলকে ১২জন ভারতীয় সহ মোট ১৮ জন ক্রিকেটার কিনতে হবে। মানে মোট ৯০ জন ক্রিকেটার নিলামে দল পেতে চলেছেন।
ফ্র্যঞ্চাইজিগুলি সর্বোচ্চ ১২ কোটি টাকা খরচ করতে পারবে। ক্রিকেটারদের সর্বোচ্চ বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। এ ছাড়াও ৪০ লক্ষ, ২০ লক্ষ, ১০ লক্ষের বেস প্রাইসও রয়েছে। বেস প্রাইস হল সেটা যেখান থেকে একজন ক্রিকেটারের নিলামে দর শুরু হয়। আরও পড়ুন-মহিলাদের টি২০ বিশ্বকাপে পাকিস্তানে হারাল ভারত
ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা সহ ২৪ জন ক্রিকেটার আছেন ৫০ লক্ষের বেস প্রাইস বা ন্যূনতম দরে। সেক্ষেত্রে হরমনপ্রীত, স্মৃতিদের দলে নিতে হলে দর শুরু করতে হবে ৫০ লক্ষ টাকা থাকে।
টিভিতে কখন থেকে কোথায় সরাসরি দেখা যাবে মহিলাদের আইপিএলের নিলাম
দুপুর আড়াইটে থেকে স্পোর্টস ১৮এইচডি ও এসডি চ্যানেলের মাধ্যমে সরসারি দেখা যাবে নিলামে।
অনলাইনে কিভাবে সরাসরি দেখা যাবে নিলাম।
বিনামূল্যে জিও সিনেমা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে স্মৃতি মন্ধনা, রিচা ঘোষরা কোন ফ্র্যাঞ্চাইজিতে, কত টাকায় যান সেই নিলাম টেবিলের লড়াই।
আগামী ৪-২৬ মার্চ মুম্বই ও নবি মুম্বইয়ে হবে মহিলাদের প্রথম আইপিএল। যার পোশাকি নাম WPL (Womens Premier League 2023)।