World Boxing Championships 2019: আত্মপ্রকাশেই ইতিহাসে মঞ্জু রানি, মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় বক্সার
আত্মপ্রকাশেই ইতিহাসে নাম তুললেন ভারতের মহিলা বক্সার মঞ্জু রানি (Manju Rani)। মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ((Women's World Boxing Championships) ফাইনালে উঠলেন এই ভারতীয় বক্সার। ১৮ বছর পর, প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে এই প্রতিযোগিতায় অভিষেকেই ফাইনালে উঠলেন মঞ্জু। শনিবার ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে থাইল্যান্ডের চুথামাত রকসাতকে (Chuthamat Raksat) ৪-১-এ হারালেন তিনি। মঞ্জু আদতে হরিয়ানার বক্সার। কিন্তু নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করতে পারেননি। তাই পঞ্জাবের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন। এবং তাতে সাফল্য পান। সেরা হন। এই বছরেই তিনি যোগ দিয়েছিলেন জাতীয় শিবিরে।
মস্কো, ১২ অক্টোবর: আত্মপ্রকাশেই ইতিহাসে নাম তুললেন ভারতের মহিলা বক্সার মঞ্জু রানি (Manju Rani)। মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ((Women's World Boxing Championships) ফাইনালে উঠলেন এই ভারতীয় বক্সার। ১৮ বছর পর, প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে এই প্রতিযোগিতায় অভিষেকেই ফাইনালে উঠলেন মঞ্জু। শনিবার ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে থাইল্যান্ডের চুথামাত রকসাতকে (Chuthamat Raksat) ৪-১-এ হারালেন তিনি। মঞ্জু আদতে হরিয়ানার বক্সার। কিন্তু নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করতে পারেননি। তাই পঞ্জাবের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন। এবং তাতে সাফল্য পান। সেরা হন। এই বছরেই তিনি যোগ দিয়েছিলেন জাতীয় শিবিরে।
এদিকে মেরি কমের মতোই যমুনা বোরো (Jamuna Boro) সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পেয়েছেন। ৪৪ কেজি বিভাগের সেমিফাইনালে চাইনিজ তাইপেই-র হুয়াং সিয়াও-ওয়েনের কাছে হারেন তিনি। বোরো প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করে ম্যাচটি শুরু করেছিল এবং বেশিরভাগ সময়ই ব্যাকফুটে খেলেছিল। পরের রাউন্ডে হুয়াং সিয়াও-ওয়েন নিজের অভিজ্ঞতা ব্যবহার করেনএবং ৫-০ এ জয় ছিনিয়ে নেন। অন্যদিকে আরেক ভারতীয় লভলিনা বোর্গোহেইনও ৬৯ কেজি বিভাগের সেমিফাইনালে হেরেছেন। চিনের প্রতিপক্ষ ইয়াং লিউকে কঠিন লড়াইয়ে ফেলেও তিনি ৩-৪ ব্যবধানে হেরে যান। আরও পড়ুন: Boxing Championships: সেমিফাইনালে হার, বিশ্ব বক্সিং চ্য়াম্পিয়নশিপে মেরি কমের ঝুলিতে ব্রোঞ্জ
শনিবারই বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে তুরস্কের প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে ব্রোঞ্জ (bronze) নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মেরি কমকে (Mary kom)। ৪-১ ভারতীয় বক্সারকে পরাজিত করেছেন তুরস্কের বুসেনাজ ক্যাকিরগ্লুর (Busenaz Cakiroglu)। ৫১ কেজি বিভাগে এই প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন মেরি কম। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬ বার সোনা জিতেছেন তিনি। তবে প্রতিবারই ৪৮ কেজি বিভাগে।