Wimbledon 2022 Final Live Streaming: সরাসরি দেখুন জকোভিচ বনাম কিরিয়স-এর মধ্যে উইম্বলডন ফাইনাল

উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসে আজ, রবিবার মুখোমুখি সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ ও অস্ট্রেলিয়ার তারকা নিক কিরিয়স।

Novak Djokovic. (Photo Credits: Twitter)

লন্ডন, ১০ জুলাই: উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসে আজ, রবিবার মুখোমুখি সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ ও অস্ট্রেলিয়ার তারকা নিক কিরিয়স। টিকা বিতর্ক থেকে ঘুরে দাঁড়িয়ে তাঁর সপ্তম উইম্বলডন খেতাব জিততে নামছেন জকোভিচ। গত তিনবার উইম্বলডনে খেতাব জিতেছেন জকোভিচ। আজ উইম্বলডন চ্যাম্পিয়ন হলে রজার ফেডেরারকে টপকে ২১টি গ্র্যান্ডস্লাম জেতা হয়ে যাবে জোকারের। অন্যদিকে, রাফায়েল নাদাল সেমিফাইনালে ওয়াক ওভার দেওয়ায় ফাইনালে উঠেছেন কিরিয়স।

ফলে জকোভিচের তুলনায় অনেকটা তরতাজা থেকেই আজ তাঁর প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনালে নামছেন নিক কিরিয়স। জকোভিচের থেকে শুধু এই বিষয়টাতেই এগিয়ে রয়েছেন কিরিয়স। আরও পড়ুন-সরাসরি কীভাবে দেখবেন ভারত-ইংল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ

গত ১৯ বছরে একমাত্র অ্যান্ডি মারে (২০১৩,২০১৬) ছাড়া ফেডেরার-জকোভিচ-নাদালের বাইরে আর কেউ উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের খেতাব জিততে পারেননি। কিরিয়সের সামনে সুযোগ ইতিহাস গড়ার। কেভিন অ্যান্ডারসন থেকে মারিন চিলিচ, মিলোস রাওনিচ থেকে টমাস বার্ডিচ-রা এই ১৯ বছরের মধ্যে উইম্বলডনের ফাইনালে উঠে বিগ ফোর (ফেডেরার, জকোভিচ, নাদাল, মারে)-এর কাছে হেরে গিয়েছেন।

কবে, কখন হবে উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল

১০ জুলাই, আজ রবিবার লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে আয়োজিত হবে নোভাক জকোভিচ বনাম নিক কিরিয়সের মধ্যে ফাইনাল ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ম্যাচ

টিভিতে কোথায় দেখা যাবে খেলা

স্টার স্পোর্টস নেটওয়ার্কের কাছে আছে ভারতে উইম্বলডন দেখানোর সম্প্রচার স্বত্ত্ব। স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি চ্যানেলের মাধ্যমে দেখা যাবে খেলা

অনলাইনে বা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কীভাবে দেখা যাবে খেলা

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।



@endif