IPL Auction 2025 Live

Virendra Sehwag: ইন্ডিয়া নয় ভারত, টুইটের পর রাজনীতিতে যোগ নিয়ে বড় ঘোষণা সেওয়াগের

ইন্ডিয়া নামটা ব্রিটিশদের দেওয়া। তাই দেশের নাম সরকারীভাব ভারত চেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ।

Virendra Sehwag. (Photo Credits: Twitter)

ইন্ডিয়া নামটা ব্রিটিশদের দেওয়া। তাই দেশের নাম সরকারীভাব ভারত চেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। ভারতীয় ক্রিকেট দলকে আর 'টিম ইন্ডিয়া' নয়, 'টিম ভারত'বলে ডাকার দাবি তুলে বোর্ড সচিব জয় শাহ-কে ট্যাগ করে টুইট করেন সেওয়াগ। এরপরই এক্স-এ এক ইউজার সেওয়াগকে প্রশ্ন করেন, "আমার সব সময় মনে হয়েছে গৌতম গম্ভীরের আগে তোমার সাংসদ হওয়া উচিত ছিল।"

যার জবাবে সেওয়াগ এক্স-এ লিখলেন," আমি একেবারেই রাজনীতিতে আগ্রহী নই। গত লোকসভা নির্বাচনে দেশের দুটি বড় রাজনৈতিক দলই আমায় ভোটে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমার মত হল ক্রীড়াবিদ, বা বিনোদন শিল্পের সঙ্গে জড়িতর কখনই রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয়। কারণ তাদের নিজস্ব ইগোটা অনেক বড় হয়। তারা বেশীরভাগই শুধু ক্ষমতা লোভী হয়, আর মানুষের পাশে থাকার আসল সময়টা দিতে চায় না। কয়েকজন অবশ্য এর ব্যতিক্রম আছে, তবে সাধারণত বেশীরভাগই শুধু জনসংযোগ ছাড়া কিছুই করে না। আমি ক্রিকেট বা ধারাভাষ্যর সঙ্গে জড়িত থাকতে ভালবাসি। আমি কখনই যখন সুবিধা হবে তখন সাংসদ হব, মানে পার্ট টাইম সাংসদ হতে চাই না। তার চেয়ে ক্রিকেট নিয়ে থাকতেই ভালবাসি।"আরও পড়ুন-আর টিম ইন্ডিয়া নয়, রোহিতদের জার্সিতে 'টিম ভারত' লেখা চাইছেন বীরেন্দ্র সেওয়াগ

দেখুন সেওয়াগের সেই টুইট

দেখুন ইন্ডিয়া নয়, ভারতের সমর্থনে বীরুর টুইট

সেওয়াগের শেষের কথাগুলো গম্ভীরকে আক্রমণ করে বলা কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ গম্ভীর সাংসদ হলেও ক্রিকেটে ধারাভাষ্য দেন। নিজের সংসদ এলাকার চেয়ে কমেন্ট্রি বক্সে বেশী সময় কাটান বলে বিরোধীদের অভিযোগ। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের দুই ওপেনারের মধ্যে লেগে গেল কি না সেটাই দেখার।