PV Sindhu: চিনের প্রাচীর ভেঙে সিন্ধুর ব্রোঞ্জ জয়, অলিম্পিকে দুটো পদক জয়ী দেশের প্রথম মহিলা হলেন সিন্ধু, টোকিওয় ভারতের তৃতীয় পদক
অলিম্পিকে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতলেন পিভি সিন্ধু (PV Sindhu)। ২০১৬ রিও অলিম্পিকে রুপো জয়ের পাঁচ বছর পর টোকিও গেমসে ব্রোঞ্জ জিতলেন সিন্ধু।
টোকিও,১ অগাস্ট: অলিম্পিকে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতলেন পিভি সিন্ধু (PV Sindhu)। রবিবার ব্রোঞ্জ পদক নির্ণায়ক ম্যাচে সিন্ধু ২১-১৩, ২১-১৫ হারালেন চিনের হে বিমজায়োকে। ২০১৬ রিও অলিম্পিকে রুপো জয়ের পাঁচ বছর পর টোকিও গেমসে ব্রোঞ্জ জিতলেন সিন্ধু। তিনিই দেশের অলিম্পিকের ইতিহাসে দুটি পদক জয়ী প্রথম মহিলা ক্রীড়াবিদ হলেন। কুস্তিগীর সুশীল কুমার এর আগে ২০০৮ বেজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। আরও পড়ুন: গুরুতর চোট নিয়ে নেমে বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে লড়ে হারলেন সতীশ কুমার, পুরুষদের বক্সিংয়ে চ্যালেঞ্জ শেষ ভারতের
সিন্ধুর সৌজন্যে ব্যাডমিন্টনে পরপর তিনটি অলিম্পিকে পদক জিতল ভারত। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ব্যাডমিন্টনে অলিম্পিকে ভারতের প্রথম পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল। তারপর রিও, ও টোকিতে রুপো ও ব্রোঞ্জ জিতে সিন্ধু দেশের ব্যাডমিন্টনে হ্যাটট্রিক করলেন। ২০২৪ প্যারিস গেমসে ৩০ বছর বয়সে সিন্ধু তাঁর অধরা অলিম্পিক সোনা জয়ের লক্ষ্যে নামবেন সেটাই মনে হয়।
সিন্ধুর পদক জয়ের পর আরও একটি জিনিস নিশ্চিত হল, ২০১২ লন্ডন অলিম্পিকের পর পদক জয়ের বিষয়ে টোকিও গেমস ভারতের সফলতম হতে চলেছে। লন্ডন অলিম্পিকে ভারত জিতেছিল ১টি রুপো সহ চারটি পদক। সেখানে টোকিওতে এখনই একটি রুপো, একটি রুপো ও আরও একটি পদক মানে মোট তিনটি পদক নিশ্চিত হয়েছে। মীরবাঈ চানু গেমসের প্রথম দিনে ভারত্তোলনে রুপো জেতেন। আজ ব্যাডমিন্টনে সাইনা জিতলেন ব্রোঞ্জ। মহিলা বক্সিংয়ে লভলিনার পদকও নিশ্চিত। এখনও হকি, কুস্তি, এমনকী অ্যাথলেটিক্সের মত খেলাতেও পদকের সম্ভাবনা আছে।