Virat Kohli: 'ভালবাসার কেউ নেই, ওঁদের হৃদয় ঘৃণায় ভরা', বিরাটকে মনের জোর যোগালেন রাহুল গান্ধী
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করে বিরাটকে মনের জোর যোগান কংগ্রেস নেতা। বিরাট যাতে মনের জোর না হারান, সেই আবেদন করেন রাহুল গান্ধী।
দিল্লি, ২ নভেম্বর: তাঁদের ভালবাসার মানুষ নেই। সেই কারণে ওঁদের হৃদয় পরিপূর্ণ ঘৃণায়। ওঁদের ক্ষমা করুন বিরাট। কোহলির ছোট্ট মেয়েকে ধর্ষণের ঘটনায় যখন তোলপাড় শুরু হয়, সেই সময় বিরাটের পাশে দাঁড়িয়ে তাঁর মনের জোর যোগালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করে বিরাটকে (Virat Kohli) মনের জোর যোগান কংগ্রেস নেতা। দেখুন রাহুল গান্ধীর সেই ট্য়ুইট...
মহম্মদ শামির পাশে দাঁড়ানোর তার মাশুল গুনতে হয়বিরাট কোহলির (Virat Kohli) ছোট্ট মেয়েকে। যা নিয়ে কার্যত তোলপাড় শুরু হয়েছে। বিরাট-কন্যাকে ধর্ষণের হুমকির ঘটনায় কার্যত তোলপাড় শুরু হয়ে যায়। মহম্মদ শামির পাশে দাঁড়ানোর জেরে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের জয়ের পর অনুষ্কা এবং বিরাটের ৯ মাসের শিশু কন্যাকে ধর্ষণের হুমকি দেয় এক নেট জনতা। যা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়।
আরও পড়ুন: Virat Kohli: বিরাট-অনুষ্কার শিশু কন্যাকে ধর্ষণের হুমকি, রাগে ফুঁসে উঠলেন নেটিজেনরা, সরব মহিলা কমিশনও
পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক ঘটনার তীব্র নিন্দা করেন। নিউজিল্যান্ডের কাছে হারের পর বিরাটের শিশু কন্যাকে যেভাবে ধর্ষণের হুমকি দেওয়া হয়, তা দেখে তিনি বাকরুদ্ধ বলে মন্তব্য করেন ইনজামাম। পাক ক্রিকেটারের পাশাপাশি বলিউড (Bollywood) অভিনেতা জাভেদ জাফরি এবং দিল্লি মহিলা কমিশনও বিষয়টি নিয়ে সরব হয়।