দিল্লি, ২ নভেম্বর: মহম্মদ শামির পাশে দাঁড়ানোর তার মাশুল গুনতে হচ্ছে বিরাট কোহলির (Virat Kohli) ছোট্ট মেয়েকে? যা নিয়ে কার্যত তোলপাড় শুরু হয়েছে। বিরাট-কন্যাকে ধর্ষণের হুমকির ঘটনায় কার্যত তোলপাড় শুরু হয়েছে। মহম্মদ শামির পাশে দাঁড়ানোর জেরে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের জয়ের পর অনুষ্কা এবং বিরাটের ৯ মাসের শিশু কন্যাকে ধর্ষণের হুমকি দেয় এক নেট জনতা। যা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়।
পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক ঘটনার তীব্র নিন্দা করেন। নিউজিল্যান্ডের কাছে হারের পর বিরাটের শিশু কন্যাকে যেভাবে ধর্ষণের হুমকি দেওয়া হয়, তা দেখে তিনি বাকরুদ্ধ বলে মন্তব্য করেন ইনজামাম।
আরও পড়ুন: West Bengal Bypoll Results 2021: 'বিজেপির পিছিয়ে পড়া গণতন্ত্রের জন্য উপকারী', মন্তব্য সৌগত রায়ের
ইনজামামের পাশাপাশি বিরাট, অনুষ্কার (Anushka Sharma) পাশে দাঁড়িয়ে তাঁদের হয়ে সুর চড়ান অনেকেই। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে দিল্লি মহিলা কমিশনও। দিল্লি পুলিশ যাতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং পদক্ষেপ করে, সে বিষয়ে আর্জি জানান দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।
भारतीय क्रिकेट टीम के कप्तान @imVkohli और @AnushkaSharma की बेटी को ट्विटर पर बलात्कार की धमकी मिलने के मामले में दिल्ली महिला आयोग ने भेजा पुलिस को नोटिस।DCW अध्यक्ष @SwatiJaiHind ने बताया घटना को शर्मनाक, आरोपी की गिरफ्तारी की मांग pic.twitter.com/qUEWeLeyLx
— Delhi Commission for Women - DCW (@DCWDelhi) November 2, 2021
বলিউড (Bollywood) অভিনেতা তথা জনপ্রিয় কোরিওগ্রাফার জাভেদ জাফরিও (Jaaved Jaaferi) ওই ঘটনার তীব্র নিন্দা করেন।
Where are we heading??? The ‘new’ India ?
Virat Kohli & Anushka's Nine-month-old Daughter Received Rape Threats After He Supported Shami https://t.co/AdxXBlFcne
— Jaaved Jaaferi (@jaavedjaaferi) November 2, 2021