Hima Das inducted as DSP: ‘স্প্রিন্টার কুইন’ হিমা দাসকে অসম পুলিশের ডিএসপি পদে অন্তর্ভুক্ত করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল
শুক্রবার ‘স্প্রিন্টার কুইন’ হিমা দাসকে অসম পুলিশের ডিএসপি পদে অন্তর্ভুক্ত করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। তাঁর উপস্থিতিতেই সেই মুহূর্তকে শৈশব স্বপ্ন সত্যি হয়েছে বলে বর্ণনা করেছেন হিমা নিজেই। তাঁর স্বপ্ন সত্যি হওয়ার উচ্ছ্বাস ধরা পড়েছে চোখে-মুখে। প্রথম ভারতীয় হিসেবে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক ইভেন্টে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন অসমের মেয়ে হিমা দাস৷
গুয়াহাটি, ২৬ ফেব্রুয়ারি: শুক্রবার ‘স্প্রিন্টার কুইন’ হিমা দাসকে (Hima Das) অসম পুলিশের ডিএসপি (DSP) পদে অন্তর্ভুক্ত করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। তাঁর উপস্থিতিতেই সেই মুহূর্তকে শৈশব স্বপ্ন সত্যি হয়েছে বলে বর্ণনা করেছেন হিমা নিজেই। তাঁর স্বপ্ন সত্যি হওয়ার উচ্ছ্বাস ধরা পড়েছে চোখে-মুখে। প্রথম ভারতীয় হিসেবে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক ইভেন্টে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন অসমের মেয়ে হিমা দাস৷
কিছুদিন আগে ইন্টিগ্রেটেড স্পোর্টস পলিসিতে সংশোধনী অলিম্পিক, এশিয়ান গেমস, সিডব্লুজি (ক্লাস ওয়ান) এবং অন্যান্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেডেল জয়ীদের সরকারি অফিসার পদে নিযুক্ত হতে কোনও বাধা থাকবে না বলে অনুমোদন দেওয়া হয়৷ মন্ত্রিসভার বৈঠক শেষে টুইট করে মুখ্যমন্ত্রী জানান, হিমা দাসকে রাজ্যের ডিএসপি পদে নিযুক্ত করা হবে৷ আরও পড়ুন, দুষ্কৃতী হামলায় বাড়ির সামনে খুন ব্যবসায়ী, গাইঘাটায় চাঞ্চল্য
দিনকয়েক আগেই তাঁকে ডিএসপি করার সিদ্ধান্ত নেয় অসম সরকার। রাজ্য সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্তের প্রশংসা করেন কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী কিরণ রিজুজুও। অসমের নওগাঁও জেলার ঢিং গ্রাম থেকে উঠে এসে ফিনল্যান্ডে সোনা জয়ের পর দেশের কাছে পরিচিতি হয়ে ওঠে হিমার নাম৷ তাঁর বাবা রঞ্জিত দাস পেশায় একজন চাষি৷ ঢিং গ্রামে মূলত ধান চাষ করেন তিনি৷ ছয় ভাই-বোনের মধ্যে হিমা সবার ছোট৷ ফিনল্যান্ডের সোনা জয়ের পর আরও অনেক প্রতিযোগিতায় নামেন তিনি৷ বিভিন্ন প্রতিযোগিতা থেকে ৩টি সোনার মেডেল পান ‘ঢিং এক্সপ্রেস’৷