FIFA World Cup 2022: আর্জেন্টিনাকে হারানো সৌদিকে দু গোলে হারিয়ে মেসিদের গ্রুপে শীর্ষে পোল্যান্ড

লিওনেল মেসিদের পর রবার্ট লেওয়ানডস্কিদের বিরুদ্ধে কাতার বিশ্বকাপে অঘটন ঘটানো হল না সৌদি আরবের। আর্জেন্টিনাকে ১-২ হারানোর পর, এদিন পোল্যান্ডের কাছে ০-২ গোলে হেরে গেল সৌদি।

Robert Lewandowski. (Photo Credits; Euro Sports/Twitter)

দোহা, ২৬ নভেম্বর: লিওনেল মেসিদের পর রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)- দের বিরুদ্ধে কাতার বিশ্বকাপে অঘটন ঘটানো হল না সৌদি আরবের (Saudi Arabia)। আর্জেন্টিনাকে ১-২ হারানোর পর, এদিন পোল্যান্ডের কাছে ০-২ গোলে হেরে গেল সৌদি। অন্যদিকে, মেক্সিকোর বিরুদ্ধে ড্রয়ের পর সৌদিকে হারিয়ে আর্জেন্টিনার গ্রুপে শীর্ষে উঠে গেল পোল্যান্ড। গ্রুপে মেসিদের বিরুদ্ধে শেষ ম্যাচে ড্র করলেও নক আউটে উঠে যাবেন লেওয়ানডস্কিরা। সৌদি গ্রুপের শেষ ম্যাচে খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। রাতে এই গ্রুপের চতুর্থ ম্যাচে নামছে আর্জেন্টিনা ও মেক্সিকো।

সৌদির বিরুদ্ধে ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন পিওয়টর জেইলিনস্কি। এরপর ৮২ মিনিটে গোলের দ্বিতীয় গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। আরও পড়ুন-

দু দুটো বিশ্বকাপে জয় অধরা থাকার পর কাতারে অস্ট্রেলিয়ার ঝুলিতে তিন পয়েন্ট, আনন্দের বিস্ফোরণ মেলবোর্নে

দেখুন টুইট

বিশ্বকাপে লেওয়ানডস্কির এটিই প্রথম গোল। মেক্সিকোর বিরুদ্ধে কাতারে প্রথম ম্যাচে পেনাল্টি মেসি করেছিলেন লেওয়ানডস্কি। সৌদি দু গোলে হারলেও বেশ লড়াই করে। অসাধারণ কিছু সেভ করেন পোলিশ গোলকিপার সেতজনস্কি। পেনাল্টি মিস করে সৌদি আরব।