Ritika Phogat Commits Suicide: কুস্তিগীর রীতিকা ফোগতের অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা বলে অনুমান
ভারতের মহিলা কুস্তিগীর রীতিকা ফোগতের (Ritika Phogat) অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। গত রবিবার ভরতপুরে রেসলিং টুর্নামেন্টের ফাইনালে হেরে যান রীতিকা। সেই কারণেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের। গীতা এবং ববিতা ফোগতের কাকার মেয়ে রীতিকা।
ভরতপুর, ১৮ মার্চ: ভারতের মহিলা কুস্তিগীর রীতিকা ফোগতের (Ritika Phogat) অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা (Suicide) বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। গত রবিবার ভরতপুরে রেসলিং টুর্নামেন্টের ফাইনালে হেরে যান রীতিকা। সেই কারণেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের। গীতা এবং ববিতা ফোগতের মামার মেয়ে হলেন রীতিকা।
বিখ্যাত ফোগত পরিবারের সদস্য রীতিকা ভরতপুরের লোহাগড় স্টেডিয়ামে রাজ্য স্তরের সাব-জুনিয়র, জুনিয়র মহিলা এবং পুরুষ কুস্তি টুর্নামেন্ট খেলছিলেন। ১৪ মার্চ ফাইনালে মাত্র ১ পয়েন্টের জন্য তিনি হেরে যান। সেই থেকে অবসাদে ভুগছিলেন তিনি। আরও পড়ুন: ICC Shares Morphed Picture of MS Dhoni: লাসিথ মালিঙ্গার হেয়ারস্টাইলে এমএস ধোনি ! দেখুন ছবি
রীতিকা দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত মহাভীর সিং ফোগতের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন, যিনি ওই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। রীতিকা মহাভীর ফোগত স্পোর্টস অ্কাযাডেমির ছাত্রী ছিলেন।