Rishabh Pant: দেড় বছর মাঠেই নামতে পারবেন না পন্থ, ২০২৪ টি-২০ বিশ্বকাপেও খেলছেন না

যতটা মনে করা হয়েছিল তার চেয়েও বেশী গুরুতর ঋষভ পন্থের চোট। যখন দেরাদুনের হাসপাতাল থেকে মুম্বইয়ে উড়িয়ে এনে পন্থের চিকিতসা শুরু হয়েছিল, তখন ডাক্তাররা মনে করছিলেন তাঁকে ফিট হতে মাস তিন চারেক লাগতে পারে।

Rishabh Pant. (Photo Credits: Getty)

যতটা মনে করা হয়েছিল তার চেয়েও বেশী গুরুতর ঋষভ পন্থের (Rishabh Pant) চোট। যখন দেরাদুনের হাসপাতাল থেকে মুম্বইয়ে উড়িয়ে এনে পন্থের চিকিতসা শুরু হয়েছিল, তখন ডাক্তাররা মনে করছিলেন তাঁকে ফিট হতে মাস তিন চারেক লাগতে পারে। সেইমত বলা হয়, পন্থ চলতি বছর আইপিএলে খেলতে পারবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে, ভারতের তারকা উইকেটকিপার ব্যাটারের চোট যতটা জটিল তাতে মাঠে নামতেই অন্তত ১৮ মাস লেগে যাবে। তারপর ম্যাচ ফিট হতে লাগবে আরও কিছুটা সময়। শুধু বিছানা থেকে নেমে স্বাভাবিকভাবে হাঁটতে তার লাগতে পারে আরও মাস পাঁচেক। আসলে উত্তরাখণ্ডে গাড়ি দুর্ঘটনায় পন্থের পা আর হাঁটুর এমন জায়গায় চোট লাগে যা সেরে ওঠা মোটেও সহজ নয়। তার ওপর তাঁর হাতের অবস্থাও তেমন ভাল নয়।

চলতি বছর দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ তো বটেই, ২০২৪-এর জুনে টি-২০ বিশ্বকাপেও খেলতে পারবেন না পন্থ। সব মিলিয়ে দিল্লির তারকা উইকেটকিপার ব্যাটারের বাইশ গজের জীবন নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে গেল। এখন পন্থের বয়স ২৫। আরও পড়ুন-জীবনের শেষ গ্র্যান্ডস্লামে সানিয়া জুটি বেঁধে নামছেন যার সঙ্গে

গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ডে তাঁর বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারাত্মক জখম হন পন্থ। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে কিছুটা ছিটকে গিয়ে পড়ছিল তাঁর গাড়ি। এরপর সেটিতে আগুন ধরে যায়। পন্থ কোনওরকমে দরজার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসেন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। পন্থের গাড়িটা মাত্র ৬ মিনিটে পুরো আগুনে ভষ্মীভূত হয়ে যায়। পরে দেখা যায় গাড়ির সামনেটা পুরো দুমড়ে গেছে।

কেরিয়ারের খুব গুরুত্বপূর্ণ সময়ে মারাত্মক দুর্ঘটনায় চোট পেয়ে ছিটকে গেলেন পন্থ। দেশের হয়ে ৩৩টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ৬৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে পন্থ প্রমাণ করেছেন তিনি ধোনির যোগ্য উত্তরসূরি। এখনই পন্থের টেস্টে যা পারফরম্যান্স, তাতে পাঁচদিনের ক্রিকেটে তাঁকে ভারতের সবর্কালের সেরা উইকেটকিপারদের তালিকায় প্রথমের দিকেই রাখতে হয়। বিদেশের মাটিতে তাঁর পারফরম্য়ান্স সবাইকে ছাপিয়ে গিয়েছে। তিন ফর্ম্য়াটেই তিনি দেশের হয়ে উইকেটকিপারের গ্লাভস পরার জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু মাঝখান থেকে একটা দুর্ঘটনা, সব কিছু উল্টে দিল। ইষাণ কিষাণ থেকে সঞ্জু স্যামসন, শ্রীকর ভরতরা এখন জাতীয় দলের কিপিংয়ের দৌড়ে। দেড় বছর পর পন্থ যখন মাঠে নামার জন্য প্রস্তুত হবেন, তার মধ্যে বদলে যাবে কত কিছু। সব মিলিয়ে ঘোর অনিশ্চিয়তা পন্থের ভবিষ্যত। তবে ফাইটার পন্থ আগেও প্রমাণ করেছেন, সবাই যখন হাল ছেড়ে দেন, তিনিই খেলার মোড় ঘুরিয়ে দেন। এবার পন্থের কাছে চ্য়ালেঞ্জ তাঁর জীবনের মোড় ঘোরানোর।