Rashid Khan: মহারাজকে সরিয়ে সিংহাসনে রশিদ খান, বাংলাদেশ বধের পুরস্কারে এক নম্বর বোলারের স্বীকৃতি

মহারাজকে সরিয়ে সিংহাসনে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠলেন রশিদ। আবুধাবিতে বাংলাদেশের বিরুদ্ধে আফগানদের ৩-০ জয়ের সিরিজে অনবদ্য বল করার সুবাদে শীর্ষে উঠে এলেন রশিদ (৭০১ পয়েন্ট)।

Rashid Khan touch 150 wicket Milestone Photo Credit: Twitter@ACBofficials

Rashid Khan: মহারাজকে সরিয়ে সিংহাসনে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে বোলারদের (ICC ODI Bowling Ranking) তালিকায় শীর্ষে উঠলেন রশিদ। আবুধাবিতে বাংলাদেশের বিরুদ্ধে আফগানদের (AFG vs BAN) ৩-০ জয়ের সিরিজে অনবদ্য বল করার সুবাদে শীর্ষে উঠে এলেন রশিদ (৭০১ পয়েন্ট)। প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ৩টি ম্য়াচে একটি পাঁচ উইকেটের মাইলস্টোন সহ মোট ১১ উইকেট নেন এই আফগান রহস্য স্পিনার। দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজ সিংহাসন হারিয়ে নেমে গেলেন দুই নম্বরে। তালিকায় তিনে আছেন শ্রীলঙ্কার পেসার মহেশ থিকশানা। ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব একধাপ নেমে ব়্যাঙ্কিং তালিকায় পাঁচে আছেন। সেরা দশে বোলারদের তালিকায় কুলদীপ ছাড়া শুধু আছেন রবীন্দ্র জাদেজা।

টি-২০র মত ওয়ানডে-তেও রশিদের পারফরম্যান্স নজরকাড়া

যে জাদেজাকে অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে স্কোয়াডে রাখা হয়নি। ওয়ানডে-তে এক নম্বর বোলার হওয়ার পাশাপাশি রশিদ টি-২০ আন্তর্জাতিকে তিন নম্বরে আছেন। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ব়্য়াঙ্কিংয়ে মাঝেমাঝেই এক নম্বর বোলার থাকেন আফগান স্পিনার। টি-২০ ক্রিকেটে রশিদ নিজেকে কিংবদন্তির মর্যাদার দিকে নিয়ে চলেছেন, কিন্তু ওয়ানডে-তেও যে তিনি দারুণ কার্যকরী সেটা ওর পরিসংখ্যান দেখলেই সাফ ধরা পড়ছে।

সিংহাসনে রশিদ

এশিয়া কাপের ব্যর্থতা ঝেরে আবুধাবিতে বাংলাদেশর বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ালেন রশিদ। দেশের হয়ে ১১৭টি ওয়ানডে-তে ২১০টি উইকেট পেয়েছেন রশিদ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement