Priyanka Goswami: হাঁটতে হাঁটতে পদক আনলেন প্রিয়াঙ্কা গোস্বামী, বার্মিংহ্যামে রেস ওয়াকে এল ঐতিহাসিক রুপো
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স থেকে ঐতিহাসিক পদক জিতল ভারত। এই প্রথম কমনওয়েলথ গেমসে হাঁটায় পদক এল ভারতের ঘরে।
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স থেকে ঐতিহাসিক পদক জিতল ভারত। এই প্রথম কমনওয়েলথ গেমসে হাঁটায় পদক এল ভারতের ঘরে। আর ভারতের হয়ে এই ঐতিহাসিক পদকটি জিতলেন উত্তরপ্রদেশের অ্যাথলিট প্রিয়াঙ্কা গোস্বামী। শনিবার মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকের ফাইনালে ভারতের ২৬ বছরের রেস ওয়াকার প্রিয়াঙ্কা গোস্বামী রুপো জিতলেন। ৪৩ মিনিট ৩৮.৪৩ সেকেন্ডে রেস শেষ করেন প্রিয়াঙ্কা। চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স থেকে ভারতের এটি তৃতীয় পদক।
সব মিলিয়ে চলতি কমনওয়েলথ গেমসে এটি ভারতের ২৭তম পদক। ৯টি সোনা, ৯টি রুপো, ৯টি ব্রোঞ্জ সহ ২৭ পদক পেয়ে ভারত এখন পদক তালিকায় পাঁচ নম্বরে আছে। গত বছর টোকিও অলিম্পিক্সে ২০ কিলোমিটার রেস ওয়াক (হাঁটা দৌড়ে)-এ ১৭ নম্বর স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। আরও পড়ুন -কমনওয়েলথ গেমসের নবম দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারতীয়রা, দেখে নিন সম্পূর্ণ সূচি
এদিকে, মহিলাদের কুস্তিতে ফাইনালে উঠলেন ভিনেশ ভোগাত। আজ, শনিবার রাতে শ্রীলঙ্কার কুস্তিগীরের বিরুদ্ধে ফাইনালে নামছেন ভিনেশ।
দেখুন টুইট
বক্সিংয়ে পুরুষদের ৫১ কেজি বিভাগের ফাইনালে উঠলেন ভারতের তারকা বক্সার অমিত পঙ্গাল। রবিবার ফাইনালে নামছেন অমিত। মহিলাদের ৪৮ কেজি বিভাগের বক্সিংয়ের ফাইনালে উঠেছেন নীতু ঘানহাস। ভারতের আরও দুই বক্সার ফাইনালে উঠেছেন। টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের শরত কমল।