মোদী স্টেডিয়ামে ফাঁকা গ্যালারিতেই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ
করোনার ঝুঁকির কথা মাথায় রেখে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হবে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজিত হবে।
মুম্বই, ১ ফেব্রুয়ারি: করোনার ঝুঁকির কথা মাথায় রেখে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের (India Vs West Indies ODI Series) তিনটি ম্যাচই দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হবে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারত (Team India)-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজিত হবে। আগামী ৬ ফেব্রুয়ারি, রবিবার সিরিজের প্রথম ম্যাচ। সেটি ভারতীয় পুরুষ দলের খেলা হাজারতম ওয়ান ম্যাচ হতে চলেছে। ঐতিহাসিক সেই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত হবে।
ক্রিকেটপ্রেমীদের টিভি, মোবাইলেই দেখতে হবে খেলা। ওয়ানডে সিরিজ শেষে ১৬ ফেব্রুয়ারি থেকে ইডেনে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ইডেনে মোট দর্শক আসনের ৭৫ শতাংশ ভর্তির অনুমতি মিলেছে রাজ্য সরকারের নয়া নির্দেশিকার পর। আরও পড়ুন : কমনওয়েলথ গেমসে কবে হবে ভারত-পাকিস্তান ম্যাচ
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। এবার সামনে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদে তিন ম্যাচের ওয়ানডে ও কলকাতায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারতীয় দল।
এক নজরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সীমত ওভারের সিরিজের ক্রীড়াসূচি
ওয়ানডে সিরিজ
৬ ফেব্রুয়ারি, প্রথম ওয়ানডে
৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় ওয়ানডে
১১ ফেব্রুয়ারি, তৃতীয় ওয়ানডে
(সব ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ম্যাচ শুরু দুপুর ১টা থেকে)
টি-২০ সিরিজ
১৬ ফেব্রুয়ারি, প্রথম টি-২০
১৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় টি-২০
২০ ফেব্রুয়ারি, তৃতীয় টি-২০
(সব ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা থেকে)