Manu Bhaker: প্যারিসে ভারতের প্রথম পদক, দেশের প্রথম মহিলা শ্যুটার হিসেবে পদক জিতলেন মানু ভাকের
প্যারিস অলিম্পিক ২০২৪-এ পদকের খাতা খুলল ভারত। গেমসের দ্বিতীয় দিনে ভারতের প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে পদক জিতলেন মানু ভাকের। মঙ্গলবার ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে অনবদ্য পারফরম্যান্স করে ব্রোঞ্জ জিতলেন ২২ বছরের মানু।
প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)-এ পদকের খাতা খুলল ভারত। গেমসের দ্বিতীয় দিনে ভারতের প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে পদক জিতলেন মানু ভাকের (Manu Bhaker)। মঙ্গলবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে অনবদ্য পারফরম্যান্স করে ব্রোঞ্জ জিতলেন ২২ বছরের মানু। দক্ষিণ কোরিয়ার দুই শ্যুটারের সঙ্গে জোর টক্কর দিয়ে শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতলেন ২২ বছরের হরিয়ানায় ঝাজ্জার জেলার মেয়ে। ৯ বার বিশ্বকাপ জেতা, কমনওয়েলথ গেমসে সোনা জয়ী মানু এবার জিতলেন অলিম্পিক পদক।
কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় স্থানে থেকে ফাইনালে উঠেছিলেন মানু। টোকিও অলিম্পিকে ফেভারিট হয়ে নেমেও একটুর জন্য ফাইনালে উঠতে পারেননি তিনি। গতবারের ব্যর্থতা ঝেড়ে এবার তিনি ফাইনালে ওঠেন। এদিনে, ফাইনালের শুরু থেকে মানু অবিশ্বাস্য পারফর করতে থাকেন। ফাইনালের শুরুতেই বিদায় নেন ফেভারিট হিসেবে নামা হাঙ্গেরির শ্য়ুটার। তারপর চিনের দুই তারকা শ্য়ুটারও পদকের লড়াই থেকে ছিটকে যান। শেষের দিকে দারুণ খেলা ভিয়েতনামের শ্য়ুটারকে ছিটকে দিয়ে পদক জেতা নিশ্চিত করেন মানু। তারপর একটি অনবদ্য লক্ষ্যভেদ করে মানু দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। তখন মনে হচ্ছিল অভিনব বিন্দ্রার পর মত সোনা আনতে পারেন মানু। কিন্তু শেষ পর্যন্ত একটুর জন্য প্রথম দুইয়ের থেকে ছিটকে ব্রোঞ্জ জেতেন হরিয়ানার ২২ বছরের শ্যুটার। বিশ্বরেকর্ড গড়া পয়েন্ট সংগ্রহ করে সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার ১৯ বছরের মেয়ে ওহ ইয়ে জিন (২৪৩.২), আর রুপো পান দক্ষিণ কোরিয়ার কিম-ইয়ে-জি।
২০০৪ এথেন্স অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছিলেন ভারতের সুমা শিরুর। তবে তিনি ফাইনালে সবার শেষে আট নম্বরে শেষ করেছিলেন। এরপর থেকে গত চারটি অলিম্পিকে ভারতের কোনও মহিলা শ্য়ুটার ফাইনালে যোগ্যতাঅর্জন করতে পারেননি।
অলিম্পিকে পদক জয়ী ভারতীয় শ্যুটাররা-
রাজ্যবর্ধন সিং রাঠোর (ব্রোঞ্জ, ২০০৪ এথেন্স অলিম্পিক), অভিনব বিন্দ্রা (সোনা, ২০০৮ বেজিং), বিজয় কুমার (রুপো, ২০১২ লন্ডন অলিম্পিক), গগণ নারাং (২০১২ লন্ডন অলিম্পিক), মানু ভাকের (ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক)
দেখুন খবরটি
রাজ্যবর্ধন সিং রাঠোর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার, অভিনব বিন্দ্রার পর দেশের চতুর্থ ও প্রথম মহিলা শ্যুটার হিসেবে পদক জিতলেন মানু। সানি নেহওয়াল, পিভি সিন্ধু, মেরি কম, সাক্ষী মালিক, লভলিনা বোরগাঁইওয়ের পর দেশের আরও এক মহিলা অলিম্পিক পদক জিতলেন।