IPL 2022 Auction Live Updates Day 2: রাহানেকে ১ কোটিতে কিনল কলকাতা, অবিক্রিত মর্গ্যান-ফিঞ্চ, লিভিংস্টোন ১১.৫০ কোটিতে পঞ্জাবে

গতকাল নিলামের প্রথম দিনে মোট ৭৪ জন খেলোয়াড় বিক্রি হয়েছেন। যাঁদের মধ্যে ২০ জন বিদেশি খেলোয়াড়। প্রথম দিনে মোট খরচ হওয়া অর্থের পরিমাণ ছিল ৩৮৮ কোটি ১০ লাখ টাকা।

Virat Kohli, Ajinka Rahane। (Photo Credits: Getty Images)

বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি: শুরু হয়ে গেল আইপিএলের দ্বিতীয় দিনের মেগা নিলাম (IPL 2022 Mega Auction)। প্রথম দিনে বেশ মোটা অর্থে ক্রিকেটারদের কেনে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিরা। ইশান কিষাণ থেকে দীপক চাহার, শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর-রা রেকর্ড অর্থে বিক্রি হন। প্রথম দিনে অবিক্রিত থেকে যান স্টিভ স্মিথ, সুরেশ রায়না, ঋদ্ধিমান সাহা-রা মত তারকা ক্রিকেটাররা। দেখা যাক আজ তাঁর বিক্রি হোন কি না। আরও পড়ুন: নিলামের প্রথম দিনের পর কেমন হল KKR দল

নিলামের দ্বিতীয় দিনের লাইভ আপডেট

দেখুন টুইট

দেখুন টুইট

রাহানাকে স্বাগত জানাল কেকেআর

দেখুন টুইট

গতকাল নিলামে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ১৫.২৫ কোটি টাকা খরচ করে ইশান কিষাণকে (Ishan Kishan) কিনে নিয়েছিল। গতকাল সর্বোচ্চ দর ওঠা ক্রিকেটার ছিলেন কিষাণই। নিলামে চেন্নাই সুপার কিংস (CSK) অলরাউন্ডার দীপক চাহারের (Deepak Chahar) জন্য ১৪ কোটি টাকা খরচ করেছে।