Kobe Bryant Passed Away: হেলিকপ্টার দুর্ঘটনায় চলে গেলেন কিংবদন্তি বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট
চলে গেলেন কিংবদন্তি বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট (Legendary Basketball Player Kobe Bryant)। রবিবার রাতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় (Helicopter Crash) প্রাণ হারান তিনি। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রায়ান্ট কন্যা গায়ানাও (Gaina Bryant)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। গায়ানার বয়স মাত্র ১৩ বছর বলে জানা গিয়েছে।
কালাবাসাস, ২৭ জানুয়ারি: চলে গেলেন কিংবদন্তি বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট (Legendary Basketball Player Kobe Bryant)। রবিবার রাতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় (Helicopter Crash) প্রাণ হারান তিনি। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রায়ান্ট কন্যা গায়ানাও (Gaina Bryant)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। গায়ানার বয়স মাত্র ১৩ বছর বলে জানা গিয়েছে।
NBA-র সর্বকালীন সেরা খেলোয়াড় (Best Player) হিসেবে পরিচিত কোবে ব্রায়ান্ট। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে হেলিকপ্টারে থাকা আরও সাতজনের। লস এঞ্জেলেস টাইমস সূত্রে খবর, প্রবল কুয়াশার (Dense Fog) কারণে দুর্ঘটনাটি ঘটে। রবিবার সকালে কালাবাসাসের (Kalabas) উপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি (Helicopter)। লস এঞ্জেলেসের কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা জানিয়েছেন, কপ্টারে ৯জন ছিলেন। যাদের মধ্যে একজন পাইলট (Pilot) ও বাকি ৮ জন যাত্রী (Passenger)। যেখানে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, সেই জায়গাটি অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত হওয়ায় উদ্ধারকাজে বেশ কয়েকদিন সময় লেগে যাবে বলে জানা গিয়েছে এলএ কাউন্টি করোনার্স অফিস সূত্রে। অন্যান্যদের ভিড় এড়াতে ঘটনাস্থলে যাওয়ার সব রাস্তা (Road) বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার সকাল ৯.০৬-এ জন ওয়েন বিমানবন্দর (Oian Airport) থেকে ছাড়ে ১৯৯১ সালে তৈরি Sikorsky S-76B কপ্টারটি। ডজার স্টেডিয়াম (Dozer Stadium) পেরিয়ে বোয়েল হাইটস (Boyle Heights) পেরোয় হেলিকপ্টারটি। সকাল ১০টার কিছু পরে ভেঙে পড়ে কপ্টারটি বলে খবর। তারপর তাতে আগুন (Fire) ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান দমকলের ৫৬জন কর্মী। কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি জনপ্রিয় খেলোয়াড়কে। পাহাড় বেয়ে বহুকষ্টে ঘটনাস্থলে পৌঁছয় দমকলকর্মীরা (Fire Brigade)। কিন্তু আগুনে ম্যাগনেশিয়াম (Magnetism) থাকায়, তা নেভাতে কালঘাম ছুটে যায় তাঁদের। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সবার। আরও পড়ুন: India vs New Zealand 2nd T20I 2020: দ্বিতীয় টি-২০ তে সাত উইকেটে জিতে সিরিজে ২-০-তে এগিয়ে গেল ভারত
১৮ বছর বয়সেই সবার নজরে আসেন কোবে ব্রায়ান্ট। ২০ বছর লস এঞ্জেলেস লেকার্সের (Los Angeles Lakers) হয়ে খেলেছেন তিনি। তার মধ্যে ১৮ বছরই অল-স্টার টিমে(All Star Team) খেলে পাঁচবার NBA চ্যাম্পিয়নশিপ (Championship) জিতেছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগতে।