IPL Media Rights: ডিজিটাল সম্প্রচার স্বত্ব জিতল রিলায়েন্স! কোন OTT দেখাবে খেলা
এবার আইপিএলের সম্প্রচার স্বত্ত্বে নজিরবিহীন হল টিভি ও ডিজিটালে আলাদা সংস্থা বা চ্যানেল ম্যাচ সম্প্রচার করবে।
মুম্বই, ১৩ জুন: আগামী পাঁচ বছরে আইপিএল (IPL 2022) কারা কোথায় সম্প্রচার করবে তা মোটের ওপর ঠিক হয়ে গেল। সম্প্রচার স্বত্ত্বের দামি ইঁদুর দৌড়টা টানটান হল। এবার আইপিএলের সম্প্রচার স্বত্ত্বে নজিরবিহীন হল টিভি ও ডিজিটালে আলাদা সংস্থা বা চ্যানেল ম্যাচ সম্প্রচার করবে। আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি-ডিজিটাল সম্প্রচার স্বত্ত্ব বিক্রি হল মোট ৪৩ হাজার ৫০ কোটিতে! আগের সব কিছুকে ছাপিয়ে গেল এই টাকার অঙ্ক।
সূত্রের খবর ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএল টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আর ডিজিটাল স্বত্ত্ব বা অনলাইনে দেখানোর স্বত্ত্ব পেয়েছে রিলায়েন্সের 'ভিয়াকম ১৮'। আরও পড়ুন: আজ ঠিক হবে অস্ট্রেলিয়া না পেরু কে খেলবে কাতার বিশ্বকাপে
সূত্রের খবর আইপিএলের আগামী পাঁচ বছরের ডিজিটাল সম্প্রচার স্বত্ত্ব ১৯ হাজার ৬৮০ কোটি টাকার বিক্রি হয়েছে। ম্যাচ প্রতি ৫০ কোটি টাকা খরচ করে ডিজিটাল স্বত্ত্ব মিলল।
দেখুন টুইট
ভিয়াকম ১৮-র অ্যাপ 'ভুট'-এ আইপিএল দেখতে পাওয়া যেতে পারে। গত পাঁচ বছর যেটা হটস্টার বা ডিজনি প্লাস হটস্টার-এর মাধ্যমে দেখা গিয়েছে।