BAN vs IND Test: জাদেজা-শামির জায়গায় কারা, বাংলাদেশে কেমন হল ভারতের টেস্টে স্কোয়াড

বুধবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ দু'ম্যাচের টেস্ট সিরিজ। চোট পাওয়ায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি।

Kl Rahul

বুধবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ দু'ম্যাচের টেস্ট সিরিজ। চোট পাওয়ায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি। জাদেজার পরিবর্তে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন উত্তরপ্রদেশের স্পিনার-অলরাউন্ডার সৌরভ কুমার। মহম্মদ শামির পরিবর্তে ১২ বছর পর টেস্ট স্কোয়াডে ফিরলেন সৌরাষ্ট্রের বাঁ হাতি পেসার জয়দেব উনাদকট।

ওয়ানডে সিরিজে রোহিত শর্মা চোট পেয়ে ছিটকে যাওয়ায় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্বে দেবেন কেএল রাহুল। বাংলাদেশে ভারতের টেস্ট দলে রাখা হয়েছে পাঁচ স্পেশালিস্ট পেসার, তিন স্পিনারকে। পাঁচ পেসার হিসেবে আছেন-উমেশ যাদব, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি ও জয়দেব উনাদকট। তিন স্পিনার হিসেবে আছেন রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব ও সৌরভ কুমার। দুই ওপেনার হিসেবে রাহুল ও বাংলার অভিমন্যু ঈশ্বরণ। দুই উইকেটকিপার হিসেবে আছেন ঋষভ পন্থ ও শ্রীকর ভরত। মিডল অর্ডারে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার। আরও পড়ুন-সুপার ওভারে অস্ট্রেলিয়া বধ, স্টেডিয়ামে ঘুরে সমর্থকদের অভিবাদন জানালেন স্মৃতি রা (দেখুন ভিডিও)

১৪ ডিসেম্বর, বুধবার থেকে চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ওয়ানে সিরিজে ভারতকে ২-১ হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে ভারতের টেস্ট স্কোয়াড- লোকেশ রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, শ্রীকর ভরত (উইকেট কিপার), কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, নভদীপ সাইনি, অভিমন্যু ঈশ্বরণ, জয়দেব উনাদকট, সৌরভ কুমার।