BCCI: ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচের আয়োজনের প্রস্তাব মোদী সরকারের

দেশের ৭৫তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ অগাস্ট দেশের ৭৫তম স্বাধীনতা দিবস।

BCCI (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১০ জুলাই: দেশের ৭৫তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ অগাস্ট দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। ভারতের জনপ্রিয়তম খেলা ক্রিকেটকে তাই দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি হিসেবে কাজে লাগাতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। 'আজাদি কি অমৃত মহোৎসব' কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ল্ড ক্রিকেট ম্যাচের আয়োজন করার কথা বিসিসিআইকে বলল কেন্দ্র। ২০২১ সালের মার্চে প্রধানমন্ত্রী সূচনা করেছিলেন ‘‌আজাদি কা অমৃত মহোৎসবে’‌র। ৭৫তম স্বাধীনতা দিবসের ৭৫ সপ্তাহ আগে এই কর্মসূচি শুরু হয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে সামিল থেকেছেন যাঁরা তাঁদের স্মরণ করার জন্য একটা উদ্যোগে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ২২ অগাস্ট ভারত বনাম অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে বিশেষ ম্যাচের আয়োজন করতে বিসিআইয়ের কাছে প্রস্তাব দিল মোদী সরকার। এই প্রস্তাব নিয়ে সৌরভ গাঙ্গুলি-জয় শাহর বোর্ডকে চিঠি দিল সরকার।

ভারতীয় ক্রিকেট বোর্ড এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিশেষ ওয়ার্ল্ড ক্রিকেট ম্যাচের আয়োজন করতে চলেছে বলে খবর। অগাস্টে জিম্বাবোয়ে সফর থাকলেও, দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হতে চলা বিশেষ ম্যাচে ভারতীয় দল পূর্ণ শক্তিতেই খেলবে। কোথায় এই ম্যাচ হতে চলেছে, অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে কারা খেলবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আরও পড়ুন-আজ হোয়াইটওয়াশের হাতছানি রোহিতদের

১৯৯৭ সালে ভারতের ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইন্ডিপেন্ডেস কাপ নামের চার-দলীয় একটি টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। সচিন তেন্ডুলকরের নেতৃত্বে খেলতে নেমে ভারত সেমিফাইনবালে হেরেছিল পাকিস্তানের কাছে। সেই ইন্ডিপেডেন্স কাপের ফাইনাল হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।