IPL Auction 2025 Live

CWG 2022, IND-W vs AUS-W Final Live Streaming: সোনা জয়ের ম্যাচে আজ অস্ট্রেলিয়ার সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল, সরাসরি দেখবেন যখন যেখানে

কমনওয়েলথ গেমসে ক্রিকেট প্রথমবার পদক জয় নিশ্চিত হওয়ার পর এবার আজ, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোনার লক্ষ্যে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

Harmanpreet Kaur(Image: ICC)

কমনওয়েলথ গেমসে ক্রিকেট প্রথমবার পদক জয় নিশ্চিত হওয়ার পর এবার আজ, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোনার লক্ষ্যে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে ইংল্যান্ডকে চার রানে হারিয়ে ফাইনালে উঠেথছে হরমনপ্রীত কৌরের দল। অন্যদিকে, নিউ জিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অজি মহিলা দল। ক মাস আগেই ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলা দলের সামনে এবার কমনওয়েলথ গেমসে সোনা জয়ের হাতছানি। অন্যদিকে, অঘটন ঘটিয়ে সোনা জেতার লক্ষ্যে নামছেন হরমনপ্রীত-রা।

চলতি কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও একটুর জন্য হারাতে পারেনি ভারতের মহিলরা। তবে দারুণ খেলেছিলেন হরমনপ্রীত-রেনুকা-রা। সেমিফাইনালের মত ফাইনালেও একই দল নিয়ে নামছে ভারত। ফর্মে থাকা স্মৃতি মন্ধনার ব্যাটের দিকে চেয়ে সোনার পদকে পাখির চোখ করে নামছে ভারতীয় মহিলা দল। আরও পড়ুন-ক্রিকেট, হকি দুটোতেই ভারতের সোনা জয়ের ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

এক নজরে মহিলাদের ক্রিকেটে ফাইনাল নিয়ে কিছু জরুরি কথা

কবে কোথায় আয়োজিত হবে কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ

আজ, রবিবার ৭ অগাস্টে বার্মিংহ্যামের এজবাস্টনে আয়োজিত হবে মহিলাদের ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ

কটা থেকে শুরু হলে এই ফাইনাল ম্যাচ

ভারত-অস্ট্রেলিয়া মহিলাদের ক্রিকেটের ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে

টিভিতে কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা

সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা।

ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে কীভাবে সরাসরি দেখা যাবে খেলা

সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি এই ফাইনাল ম্যাচ সম্প্রচার করা হবে।

ফাইনালে সম্ভাব্য ভারতীয় একাদশ

স্মৃতি মন্ধনা, শেফালি ভর্মা, জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কৌর (অধিনায়িকা), দীপ্তি শর্মা, স্নেহা রানা, তানিয়া ভাটিয়া, পুজা ভাসত্রাকার, রাধা যাদব, মেঘা সিং, রেনুকা সিং।