India vs West Indies 1st ODI: ৮ উইকেটে জয়ী টিম ওয়েস্ট ইন্ডিজ!

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআই ২০১৯ টি-২০ সিরিজ জয়ের পর আজ রবিবার একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মুখোমুখি হয়েছিল ভারত (India)। এদিন চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে (Toss) জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে কোহালিদেরই ইচ্ছাপূরণ ঘটান পোলার্ড। ব্যাট করতে নেমে শুরু থেকে শট খেলতে সমস্যায় পড়ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। বল খুব সহজে ব্যাটে আসছিল না। কটরেলের বলে মাত্র ৬ রান করে ফিরে যান লোকেশ রাহুল। বিরাট কোহালিকেও (৪) বোল্ড করেন কটরেল। ফলে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ভারত। রাত সাড়ে ন'টা নাগাদ ম্যাচ ভাঙতেই দেখা গেল ৮ উইকেটে ভারতকে পিছনে ফেলে জয়ী হয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ।

(Photo Credits: Getty Images)

চেন্নাই, ১৫ ডিসেম্বর: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআই ২০১৯ টি-২০ সিরিজ জয়ের পর আজ রবিবার একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মুখোমুখি হয়েছিল ভারত (India)। এদিন চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে (Toss) জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে কোহালিদেরই ইচ্ছাপূরণ ঘটান পোলার্ড। ব্যাট করতে নেমে শুরু থেকে শট খেলতে সমস্যায় পড়ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। বল খুব সহজে ব্যাটে আসছিল না। কটরেলের বলে মাত্র ৬ রান করে ফিরে যান লোকেশ রাহুল। বিরাট কোহালিকেও (৪) বোল্ড করেন কটরেল। ফলে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ভারত। রাত সাড়ে ন'টা নাগাদ ম্যাচ ভাঙতেই দেখা গেল ৮ উইকেটে ভারতকে পিছনে ফেলে জয়ী হয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ।

রোহিত শর্মাও (৩৬) নিজের ছন্দে ছিলেন না। কোহালি ও রাহুল আউট হওয়ার পরে সতর্ক হয়ে ব্যাট করছিলেন ‘হিটম্যান’। টি ২০ সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোটের কারণে এদিন একদিনের সিরিজ থেকে ছিটকে যান ভুবনেশ্বর কুমার। বদলে দলে জায়গা করে নেন শার্দুল ঠাকুর। ভারতের বিরুদ্ধে ২৮৮ রান করে ডবল এইচের ব্যাটে প্রথম ওডিআই জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে ওপেনার সাই হোপ রান ১০২ রান ও তিন নম্বরে নেমে শিমরন হেটমায়ের ১৩৯ রান করেন। দ্বিতীয় উইকেটে ডান-বাম জুটিতে ওঠে ২১৮ রান। এই পার্টনারশিপের সুবাদেই ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ৪৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২৯১ রান তোলে। ভারতের বিরুদ্ধে এদিন ওডিআই কেরিয়ারে পঞ্চমতম শতরান হাঁকালেন হেটমায়ের। ১০৬ বল খেলে আউট হন ১৩৯ রানে। ভারতের বিরুদ্ধে এটি হেটমায়ারের দ্বিতীয় ওডিআই শতরান। হেটমায়ারের ইনিংস সাজানো ১১টি চার ও ৭টি ছয় দিয়ে। ৩৬ তম ওভারে মাঠের বাইরে বল পাঠান হেটমায়ের। আরও পড়ুন: India vs West Indies 1st ODI 2019: চলতি ম্যাচেই ক্রিকেট পিচে তেড়ে এল কুকুর! দেখুন ভিডিও

২৮৮ রান তাড়া করে ম্যাচ জিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে হারলেও ওডিআইয়ে ভারতের বিরুদ্ধে দারুণ প্রত্যাঘাত দিল পোলার্ড অ্যান্ড কোম্পানি।