India vs Sri Lanka, 3rd T20I: রাজকোটে রাতেই সূর্যোদয়, সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে সিরিজ জয় হার্দিকদের
সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য সেঞ্চুরি ইনিংসের সৌজন্যে রাজকোটে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ সিরিজে জিতল ভারত। সূর্যকুমারের ৫১ বলে ১১২ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে টি-১০ সিরিজে ২-১ জিতল টিম ইন্ডিয়া।
রাজকোট, ৭ জানুয়ারি: সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য সেঞ্চুরি ইনিংসের সৌজন্যে রাজকোটে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ সিরিজে জিতল ভারত। সূর্যকুমারের ৫১ বলে ১১২ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে টি-১০ সিরিজে ২-১ জিতল টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়রদের বাদ দিয়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণদের নিয়ে দল গড়ে সিরিজ জিতল ভারত। শনিবার রাজকোটে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৫ উইকেটে ২২৮ রান। ভারতের ইনিংসের সবটাই সূর্য-ময়। প্রথম ওভারেই আউট হয়ে যান ইশান কিষাণ (১)।
এরপর শুভমন গিল- রাহুল ত্রিপাঠি দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে নেমে রাহুল (১৬ বলে ৩৫) আউট হওয়ার পর ম্যাচের ষষ্ঠ ওভারে নামেন সূর্যকুমার। এরপরই রাজকোটে সন্ধ্যাতেই হল সূর্যোদয়। টি-২০ আন্তজার্তিক ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরিটা করে ফেলেন সূর্য। আরও পড়ুন-সূর্যের বড় নজির
দেখুন টুইট
পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা কখনই দলকে লড়াইয়ে রাখতে পারেননি। শেষ অবধি শ্রীলঙ্কা ১৬.৪ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায়। আর্শদীপ সিং ২০ রান দিয়ে ৩টি উইকেট পান। হার্দিক, উমরন আকমল, যুজবেন্দ্র চাহাল ৩০ রানে ২টি করে উইকেট পান। অক্ষর প্যাটেল ১টি উইকেট তুলে নেন।
দেখুন টুইট
মুম্বইয়ে প্রথম সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২ রানে জিতেছিল টিম ইন্ডিয়া, তারপর পুণেতে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ২০০ প্লাস স্কোর করে ১৬ রানে জিতে সমতায় ফিরেছিল শ্রীলঙ্কা। এবার রাজকোটে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত জিতল ৯১ রানে। এবার মঙ্গলবার থেকে অসমে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।