Ind vs PaK, WC 2023: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়তো মোদী স্টেডিয়ামেই, ইডেনে বেশী খেলবেন সাকিবরা

আর ক মাস পরেই ভারতে আয়োজিত হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। চলতি বছর আগামী ৫ অক্টোবরে ভারতে শুরু হতে চলেছে ৫০ ওভারের ফর্ম্যাটের বিশ্বকাপ।

Narendra Modi Stadium. (Photo Credits: Twitter)

মুম্বই, ৫ মে: আর ক মাস পরেই ভারতে আয়োজিত হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023)। চলতি বছর আগামী ৫ অক্টোবরে ভারতে শুরু হতে চলেছে ৫০ ওভারের ফর্ম্যাটের ক্রিকেট বিশ্বকাপ। আইপিএলের মাঝেই ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। কোথায় কোন ম্যাচ হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কোমর বেঁধে নেমেছে বোর্ড। সবচেয়ে বেশী জটিলতা হচ্ছে পাকিস্তানের ম্যাচের ভেন্যু বা কেন্দ্র নিয়ে।

আগে শোনা যাচ্ছিল পাকিস্তানের সব ম্যাচ হবে কলকাতা বা চেন্নাইয়ে। কিন্তু বোর্ডের কিছু শীর্ষ কর্তার ইচ্ছায় বিশ্বকাপের পাকিস্তানের ম্যাচ হতে পারে আমেদাবাদে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সব কিছু ঠিকঠাক থাকলে মোদী স্টেডিয়ামে হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। আইপিএলের উদ্বোধন, ফাইনাল সহ আমেদাবাদের মোদী স্টেডিয়ামেই এখন হাইপ্রোফাইল ম্যাচ বেশী হচ্ছে। আরও পড়ুন-সবচেয়ে বেশি দেখা আইসিসি মহিলাদের প্রতিযোগিতা ২০২৩ টি-২০ বিশ্বকাপ

এদিকে, বাংলাদেশের অধিকাংশ ম্যাচ হতে পারে কলকাতা ও গুয়াহাটিতে। অস্ট্রেলিয়া খেলতে পারে দিল্লি, লখনৌতে। দক্ষিণ আফ্রিকার বেশীরভাগ ম্যাচ হতে পারে বেঙ্গালুরুতে। টিম ইন্ডিয়া লিগের খেলায় সব কেন্দ্রে একটি করে ম্যাচ খেলবে।

বিশ্বকাপের ম্যাচ হতে পারে দেশের যে সব শহরে- আমেদাবাদ, মুম্বই, নাগপুর, রাজকোট, বেঙ্গালুরু, হায়দরাবাদ, তিরুবন্ততপুরম, দিল্লি, লখনৌ, ইন্দোর, কলকাতা, গুয়াহাটি, ধর্মশালা।

নাম নেই-মোহালির