Hockey Player Mandeep Singh COVID-19 Positive: করোনা আক্রান্ত ভারতীয় হকি দলের খেলোয়াড় মনদীপ সিং
করোনা আক্রান্ত ভারতীয় হকি দলের খেলোয়াড় মনদীপ সিং। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেছে বলে জানা গেছে। তবে আপাতত তাঁর অবস্থা ঠিকই রয়েছে বলে জানা গেছে। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর বয়স ২৫ বছর। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গতকাল রাতে দেখা যায়, মনদীপ সিংহের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম হয়ে গেছে।'
বেঙ্গালুরু, ১১ অগস্ট: করোনা আক্রান্ত ভারতীয় হকি দলের খেলোয়াড় (Hockey Player) মনদীপ সিং (Mandeep Singh)। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেছে বলে জানা গেছে। তবে আপাতত তাঁর অবস্থা ঠিকই রয়েছে বলে জানা গেছে। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর বয়স ২৫ বছর। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গতকাল রাতে দেখা যায়, মনদীপ সিংহের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম হয়ে গেছে।'
করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরেই সাই কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে এসএস স্পর্শ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তাঁর অবস্থা।’ এখনও পর্যন্ত ভারতের হয়ে ১২৯টি ম্যাচ খেলে ৬০ গোল করেছেন। তিনি ২০১৮ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সোনাজয়ী দলের সদস্য ছিলেন। আরও পড়ুন, আরও সঙ্কটজনক অবস্থা প্রণব মুখার্জির, লাইফ সাপোর্টেই রাখা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে
২০ তারিখ থেকে বেঙ্গালুরুতে জাতীয় শিবির শুরু হওয়ার কথা। তার আগেই পৌঁছে গিয়েছেন খেলোয়াড়রা। কিন্তু শিবির শুরু হওয়ার আগেই ভারতীয় হকি দলে বড় ধাক্কা। মনদীপ ছাড়াও করোনা আক্রান্ত অধিনায়ক মনপ্রীত সিংহ, ডিফেন্ডার সুরেন্দর কুমার, যশকরণ সিংহ, ড্র্যাগ-ফ্লিকার বরুণ কুমার ও গোলকিপার কৃষ্ণ বাহাদুর পাঠক।