Irfan Pathan : করোনায় আক্রান্ত ইরফান পাঠান

করোনায় আক্রান্ত ইরফান

দিল্লি, ৩০ মার্চ : করোনায় আক্রান্ত ইরফান পাঠান (Irfan Pathan)। শরীরে কোভিড (COVID 19) থাবা বসানোর পরপরই নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেন ইরফান। এরপরই নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সবাইকে সাবধান করেন ভারতের এই প্রাক্তন ক্রিকেট তারকা।

ইরফান জানান, গত কয়েকদিন ধরে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে সাবধানে থাকুন। তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকে যাতে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেন, সেই আবেদনও জানান ইরফান পাঠান।

 

আরও পড়ুন : West Bengal Assembly Elections 2021: 'বাংলাকে মিনি পাকিস্তান করে দেবেন বেগম', আক্রমণ শুভেন্দুর

সম্প্রতি কোভিডে আক্রান্ত হন সচিন তেন্ডুলকর। করোনার (Corona) থাবা থেকে নিজেকে মুক্ত করতে চিকিৎসকদের পরমার্শ মেনে চলছেন সচিন।

ক্রিকেট (Cricket) দুনিয়ার পাশাপাশি বলিউডের(Bollywood) একঝাঁক তারকার শরীরেও থাবা বসিয়েছে করোনা। পরেশ রাওয়াল থেকে শুরু করে আমির খান (Aamir Khan), সতীশ কৌশিক-সহ একাধিক অভিনেতা করোনায় আক্রান্ত। কোভিডের নতুন স্ট্রেন ভারত জুড়ে থাবা বসানোর পর, মহারাষ্ট্রে আক্রান্তের হার সবচেয়ে বেশি। তার জেরেই একের পর এক বি টাউন তারকা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।