Footballer Surajit Sengupta Passes Away: প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

কোভিডে আক্রান্ত হওয়ার পরই সুরজিৎ সেনগুপ্ত প্রয়াত হন বলে খবর। সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে ক্রীড়া জগতে।

Surajit Sengupta (Photo Credit: Twitter)

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরিজৎ সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বৃহস্পতিবার দুপুরে প্রয়াত হন সুরজিৎ সেনগুপ্ত ( Surajit Sengupta )। সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলার ক্রীড়া জগতে।

বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। জানা যায়, কোভিড (COVID 19) তাঁর শরীরে থাবা বসানোর পর একাধিক রোগে আক্রান্ত হতে শুরু করেন সুরজিৎ সেনগুপ্ত। ফলে হাসপাতালে ভর্তির পর থেকে চিকিৎসা চলছিল এক নাগাড়েই। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে প্রয়াত হন প্রাক্তন ফুটবলার।

আরও পড়ুন:  Hijab Row: সনাতন ধর্মে নারীর পুজো হয়, যাঁরা বাড়িতে নিরাপদ নন তাঁরা হিজাব পরুন, বিতর্কিত মন্তব্য় সাধ্বী প্রজ্ঞার

সুভাষ ভৌমিকের মৃৃত্যুর পর এবার চলে গেলেন তাঁর বন্ধু সুরজিৎ সেনগুপ্তও। যার জেরে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে। সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।