2027 FIFA Women's World Cup: আগামী মহিলা বিশ্বকাপ আয়োজনের দরপত্র প্রত্যাহার দক্ষিণ আফ্রিকার

উল্লেখ্য, আগামী মহিলা বিশ্বকাপের আয়োজক এখনো ঠিক না হওয়ায় আগেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ মাত্র চার বছরের মাথায় টুর্নামেন্ট যা এক্ষেত্রে যথেষ্ট কম সময়

SA Women's Football Team & FIFA WWC Trophy (Photo Credits: X)

শনিবার দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ২০২৭ সালের মহিলা বিশ্বকাপ আয়োজনের দাবি প্রত্যাহার করে নিয়েছে। তারা পরিবর্তে ২০৩১ সালের টুর্নামেন্ট আয়োজনের বিডে মন দেবে তারা। দক্ষিণ আফ্রিকা ফুটবলের প্রধান লিডিয়া মনিয়েপাও (Lydia Monyepao) মনে করেন, ২০৩১ ফিফা মহিলা বিশ্বকাপের জন্য এই বিড ছিল তাঁদের কাছে প্রস্তুতির মতো। আগামী মহিলা বিশ্বকাপের আয়োজনের দৌড়ে বাকি রয়েছে একসঙ্গে বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডস, শুধু ব্রাজিল এবং একসঙ্গে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের ১৭ মে এই আয়োজকের ঘোষণা করবে ফিফা কংগ্রেস। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ২০২৩ সালের প্রতিযোগিতাটি আয়োজন করে, যেখানে স্পেন জয়লাভ করে। FIFA Under 17 World Cup 2023: বিশ্ব ফুটবলে জার্মানদের প্রত্যাবর্তনের ডাক, ছোটদের বিশ্বকাপের সেমিতে জার্মানি

তবে গত ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ফিফা পুরুষদের বিশ্বকাপ আয়োজন করে। তাঁদের দুর্দান্ত ব্যবস্থাপনা দর্শনার্থীদের স্বাগত জানাতে এবং বৈচিত্র্যকে গ্রহণ করে দেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগে সহায়তা করে। তবে ২০২৭ সালে অক্টোবর ও নভেম্বরেই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবয়ে ও নামিবিয়ায় একত্রে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর আয়োজিত হবে। হয়তো একই বছরে দুটি বড় ক্রীড়া ইভেন্টের আয়োজনে অসুবিধার কথা মাথায় রেখেই সরে এসেছে দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, আগামী মহিলা বিশ্বকাপের আয়োজক এখনো ঠিক না হওয়ায় আগেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ মাত্র চার বছরের মাথায় টুর্নামেন্ট যা এক্ষেত্রে যথেষ্ট কম সময়। সেই তুলনায় আগামী ২০২৬, ২০৩০ ও ২০৩৪ সালের পুরুষ টুর্নামেন্টের আয়োজকের নাম আগেই ঘোষণা করা হয়েছে। যেখানে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৬ সালে; মরক্কো, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে ২০৩০ সালে এবং ২০৩৪ সালে সৌদি আরব এই দায়িত্ব নিয়েছে।