Kalinga Super Cup Live Streaming: মুম্বই সিটি এফসি বনাম গোকুলাম এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪; সরাসরি দেখবেন যেখানে
মুম্বই সিটি এফসি বনাম গোকুলাম এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টোয়
আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম প্রথম পিচে আই লিগের দল গোকুলাম কেরলের (Gokulam Kerala) মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। এই প্রথম,সিনিয়র স্তরে যে কোনও প্রতিযোগিতায় দুই ক্লাবই মুখোমুখি হবে। মুম্বই সিটি এফসি নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)-কে ৩-০ গোলে হারিয়ে বছর শেষ করে। কাতারে এএফসি এশিয়ান কাপ ২০২৪-এর জন্য মুম্বই সিটি এফসির পাঁচজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খেলোয়াড় লাল্লিনজুয়ালা ছাংতে, রাহুল ভেকে, অপুইয়া, বিক্রম প্রতাপ সিং এবং মেহতাব সিংকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, গোকুলাম কেরলের কথা বলতে গেলে, ১১ ম্যাচে ২৩ গোল করে দ্বিতীয় ডিভিশন লিগের সেরা আক্রমণভাগ রয়েছে ষষ্ঠ স্থানে থাকা আই লিগের দলটির। নতুন ম্যানেজার ডমিঙ্গো ওরামাসের অধীনে ১০ ম্যাচে ১২ গোল করে স্প্যানিশ ফরোয়ার্ড অ্যালেক্স স্যাঞ্চেজের গোল সুযোগ কাজে লাগিয়েছে মালাবারিয়ানরা। 'Cristiano Ronaldo Bisexual': রোনাল্ডো উভকামী, ভবিষ্যৎবাণী কিউবান সাইকিক মহোনি ভিদেন্তের – নিজেই জানাবেন সিআর৭
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম গোকুলাম এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?
১১ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম পিচে (Kalinga Stadium Pitch 1, Bhubaneswar) আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম গোকুলাম এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ।
কখন থেকে শুরু হবে মুম্বই সিটি এফসি বনাম গোকুলাম এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?
মুম্বই সিটি এফসি বনাম গোকুলাম এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টোয়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি এফসি বনাম গোকুলাম এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ
সরাসরি টিভিতে মুম্বই সিটি এফসি বনাম গোকুলাম এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি এফসি বনাম গোকুলাম এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।