ISL 2019: আজ হতে চলা জামশেদপুর এফসি বনাম হায়দ্রাবাদ এফসি ম্যাচের লাইভ স্ট্রিমিং এবং টিভিতে সরাসরি সম্প্রচার নিয়ে বিস্তারিত জানুন

আইএসএলে আজ, বুধবার উত্তেজক ম্যাচ। সুপার বুধবারে-তে মুখোমুখি জামশেদপুর এফসি (Jamshedpur FC) বনাম হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC) । চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হবে এই দলের গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি দলেরই এটি দ্বিতীয় ম্য়াচ।

ইন্ডিয়ান সুপার লিগ। (Photo Credits: IANS)

ISL 2019 Live Streaming and Live telecast details: আইএসএলে আজ, বুধবার উত্তেজক ম্যাচ। সুপার বুধবারে-তে মুখোমুখি জামশেদপুর এফসি (Jamshedpur FC) বনাম হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC) । জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সআয়োজিত হবে এই দলের গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি দলেরই এটি দ্বিতীয় ম্য়াচ। আজ, ভারতীয় সময় সন্ধ্য়া ৭.৩০টা থেকে এই ম্যাচ সরাসরি অনলাইনে ও টিভিতে দেখানো হবে। আসুন জেনে নেওয়া যাক অনলাইন স্ট্রিমিং ও টিভিতে (Live telecast details) কীভাবে দেখবেন এই ম্যাচ। দুটি দলেই এমন কিছু ফুটবলার আছেন যাদের জন্য এই ম্যাচ জমে যাওয়ার যাবতীয় রসদ থাকছে।

ম্যাচটা দেখতে বসার আগে জেনে নেওয়া যাক, দুটি দল কোন জায়গায় দাঁড়িয়ে। চলতি আইএসএলে জামশেদপুর তাদের প্রথম ম্য়াচে দারুণ জয় পায়। জামশেদপুরে ২-১ গোলে হারায় ওডিশা এফসিকে। অন্যদিকে, নতুন ফ্র্যাঞ্চাইজি গল হায়দ্রাবাদ এফসি ০-৫ গোলে হারে এটিকে-র কাছে। আইএসএলে অভিষেক ম্যাচে লজ্জার হারের পর আজ ঘুরে দাঁড়াতে মরিয়া হায়দ্রবাদ। আরও পড়ুন-দীপাবলি ধামাকা অফার BSNL-র, দেশজুড়ে ফ্রিতে কথা বলুন সব নেটওয়ার্কে

জামশেদপুর এফসি বনাম হায়দ্রাবাদ এফসি এফসি ম্যাচ কখন শুরু হবে (তারিখ, সময়, ও কোথায় হবে)

আজ, ২৯ অক্টোবর, মঙ্গলবার জামশেদপুরে আয়োজিত হবে এই ম্য়াচ। ভারতীয় সময় সন্ধ্য়া ৭.৩০টা থেকে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুরে হবে জামশেদপুর এফসি বনাম হায়দ্রাবাদ এফসি ম্যাচ।

কোথায়, কীভাবে সরাসরি দেখা যাবে জামশেদপুর এফসি বনাম হায়দ্রাবাদ এফসি ম্যাচ ?

আইএসএলের সরকারি সম্প্রচারক সংস্থা স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্য়ানেলে দেখানো হবে এই ম্য়াচ। স্টার স্পোর্টস নেটওয়ার্কের যেসব চ্যানেলে এই ম্যাচ দেখানো হবে সেগুলি হল- স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস১ এইচডি. স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস টু এইচি ডি চ্য়ানেলে। পাশাপাশি বাংলা, হিন্দি সহ স্টার স্পোর্টসের নানা আঞ্চলিক ভাষার চ্য়ানেলেও সরাসরি দেখানো হবে এই ম্যাচ।

আজ জামশেদপুর এফসি বনাম হায়দ্রাবাদ এফসি ম্যাচ কোথায় কীভাবে অনলাইনে সরাসরি দেখতে পাবেন?

জামশেদপুর এফসি বনাম হায়দ্রাবাদ এফসি ম্যাচ সরাসরি অনলাইনে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে যেখান থেকে খুশি দেখতে পাবেন। স্টার স্পোর্টস নেটওয়ার্কের ওটিটি প্ল্যাটফর্ম 'হটস্টার'-এর মাধ্যমে সরাসরি দেখতে পাবেন এই ম্যাচ। জিও টিভি এবং এয়ারটেল টিভির মাধ্যমেও সরাসরি লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। দুটি দলেই একাধিক ভাল ফুটবলার আছেন, ম্য়াচ জমে যাওয়ার সব রসদ রয়েছে।