Bangladesh Argentina Fan Video: বাংলাদেশে বুয়েনস আয়ার্স! পদ্মা পাড়ের দেশে মেসিদের জয়ের পরের উচ্ছ্বাসে তকমা মিনি আর্জেন্টিনার

আরও একবার আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ গোটা দুনিয়ার মন জিতল। আর্জেন্টিনা থেকে দূরত্বের বিচারে বহু দূরে বাংলাদেশ। কোনও দিক থেকেই কোনও মিল নেই মেসির দেশ আর সাকিব আল হাসান-দের দেশের।

Bangladeshi Argentina Fan.(Photo Crtedits:X)

আরও একবার আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ গোটা দুনিয়ার মন জিতল। আর্জেন্টিনা থেকে দূরত্বের বিচারে বহু দূরে বাংলাদেশ। কোনও দিক থেকেই কোনও মিল নেই মেসির দেশ আর সাকিব আল হাসান-দের দেশের। আর্জেন্টিনা যেখানে ফিফা ব়্যাঙ্কিংয়ে ১ নম্বর দেশ, সেখানে বাংলাদেশ আছে ১৮৫ নম্বরে। কিন্তু মেসির দেশের সবচেয়ে বড় সমর্থকদের তালিকা করলে পদ্মাপাড়ের দেশ প্রথমের দিকে থাকবে। এই বিষয় নিয়ে আন্তর্জাতিক তথ্যচিত্রও হয়েছে।

সোমবার সকালে আমেরিকায় কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দু'বার এই খেতাব জেতে আর্জেন্টিনা। ফাইনালে লাউতেরো মার্টিনেজ গোল করার পর গোটা বাংলাদেশ আনন্দে গর্জে ওঠে। কাতার বিশ্বকাপের সময় মেসিদের জয়ের উচ্ছ্বাস নিয়ে যে ছবিটা বাংলাদেশ জুড়ে দেখা গিয়েছিল, সেটা এদিন কোপা জয়ের পর দেখা গেল।

সপ্তাহের প্রথম কাজের দিনের শুরুতেই মেসিদের জয়ের উচ্ছ্বাসের ঢেউটা আছড়ে পড়ে বাংলাদেশ। ঢাকা থেকে বরিশাল, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ- রাস্তায় বেরিয়ে এসে মেসিদের টানা দু'বার কোপা জয়কে নিয়ে উতসব শুরু হয়ে যায়। উচ্ছ্বাস দেখে গুলিয়ে যাবে এটা বাংলাদেশ নাকি বুয়েনস আয়ার্স। বাংলাদেশের মিডিয়াতেও এর প্রভাব স্পষ্ট। দেশের অনেক বড় খবর চাপা পড়ে গিয়েছে মেসিদের কোপা জয়ে। সেখানকার অনেকেই বলছেন, ক দিন আগে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপেরও সময় এতটা আবেগ দেখা যায়নি, যেটা মেসিদের নিয়ে হল আজ।

দেখুন ভিডিয়ো

বাংলাদেশীদের আর্জেন্টিনার জয় পালন দেখে মনে হবে ঠিক যেন নিজের দেশের জয়। ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল নিয়ে বাংলাদেশীদের মধ্যে আবেগ বরাবরের। বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে হাতাহাতি, লড়াই থেকে ফুটবল দাঙ্গা, হানাহানি, মৃত্যুর ঘটনা পর্যন্ত হয়। বিশ্বকাপের সময় শেখ হাসিনের দেশ ব্রাজিল-আর্জেন্টিনায় দু'ভাগ হয়ে যায়।

ফুটবলে একটা সময় নিজেদের ভাল জায়গায় নিয়ে যাওয়ার মত নিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পদ্মাপাড়ের দেশে ক্রিকেটের উত্থানের পর থেকে ফুটবল পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। বিক্ষিপ্ত কিছু সাফল্য বাদ দিলে, বাইশ গজে বাংলাদেশ দীর্ঘ ২৪ বছর টেস্ট খেলার মর্যাদা পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স মোটেও ভাল নয়। অলিম্পিকের ইতিহাসে পদকহীন বাংলাদেশ জনসংখ্যার বিচারে পাঁচতারা খেলায় বিশ্বের সবচেয়ে ব্যর্থতম দেশ। নিজেদের দেশের ব্যর্থতার হতাশা ঝারতে তাই বাংলাদেশীরা মেসিদের আঁকড়েই বেঁচে আছেন।