Cristiano Ronaldo Transfer News: রোনাল্ডোর বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা

আরও একবার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক মরসুম অনুশীলনে অনুপস্থিত থাকলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Cristiano Ronaldo (File Photo)

ম্যানচেস্টার, ৫ জুলাই: আরও একবার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক মরসুম অনুশীলনে অনুপস্থিত থাকলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পারিবারিক কারণে তাঁকি লিসবনে থাকতে হচ্ছে বলে তিনি ক্লাবের অনুশীলনে হাজির থাকতে পারছেন না বলে সরকারীভাবে রোনাল্ডো জানালেও ভিতরের খবর কিন্তু অন্য। ইউরোপিয়ান সংবাদমাধ্যমে খবর, রোনাল্ডোর মন উড়ু উড়ু। ম্যান ইউও রোনাল্ডোকে রাখতে মরিয়া এমন মনোভাবও দেখা যাচ্ছে না। এর মধ্যে রোনাল্ডোর এজেন্টেকে বেশ ততপর দেখে জল্পনা আরও চড়ছে।

এর মধ্যে আবার ইতালিয়ান মিডিয়ার এক খবরে ঝড় উঠেছে। শোনা যাচ্ছে, চেলসি, রোমা নয় রোনাল্ডো যোগ দিতে পারেন মেসির পুরনো ক্লাব বার্সেলোনায়। রোনাল্ডোর এজেন্ট জর্জে মেন্ডিস বৈঠক করেছেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোন লাপোর্তার সঙ্গে। এমনটাই খবরে প্রকাশ। আরও পড়ুন-কেরিয়ারের শেষ উইম্বলডনের সেমিফাইনালে সানিয়া, ৩৫ বছর বয়েসেও রানীর দেশে মির্জা ম্যাজিক

দেখুন টুইট

মেসি বার্সা ছাড়ার স্পেনের এই ক্লাবের হাল খুব খারাপ। মেসি বার্সা ছাড়ার পর গতবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়, উয়েফা লিগে হার, লা লিগায় হতাশজনক পারফরম্যান্স হয় বার্সেলোনার। বার্সার গৌরব ফেরাতে তাই রোনাল্ডোকে আনা হতে পারে। স্প্যানিশ লা লিগা রিয়াল মাদ্রিদের জার্সিতে বেশ কয়েকবার বার্সোলেনাকে হারিয়েছেন রোনাল্ডো। এবার খেলা ঘুরতে পারে।

দেখুন টুইট

মেসির স্বপ্নের ন্যু ক্যাম্পে দেখা যেতে পারে সিআরসেভেন-কে। তবে এসবই জল্পনা। যেমন রোনাল্ডোকে নিয়ে জল্পনা চলছে তিনি বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন।