FIFA World Cup 2022: আর্জেন্টিনার পর এবার হার দিয়ে শুরু জার্মানির, সৌদির পর অঘটন জাপানের
কাতার বিশ্বকাপে ফের বড় অঘটন। আর্জেন্টিনার পর এবার অপ্রত্যাশিতভাবে হেরে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) ফের বড় অঘটন। আর্জেন্টিনার পর এবার অপ্রত্যাশিতভাবে হেরে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি (Gerany)। আর্জেন্টিনার মতই পেনাল্টিতে এক গোল করে এগিয়ে থেকেও, এশিয়ার দেশের কাছে ১-২ গোলে হারল জার্মানি। সৌদি আরবের পর এবার কাতারে বড় অঘটন ঘটালো জাপান। খলিফা স্টেডিয়ামে ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে আট মিনিটের ব্যবধানে দু'গোল হজম করে হারল জার্মানি।
ম্যাচের ৩৩ মিনিটে ইকাই গানডোগানের পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। এক গোলে এগিয়ে যাওয়ার পর জার্মানি একের পর এক আক্রমণে জাপানকে নাজেহা করে তোলে। হাফ টাইমের ঠিক আগে আরও একটি গোল পেয়ে গিয়েছিল জার্মানি, কিন্তু VAR-এর নির্দেশে সেই গোল বাতিল হয়। এরপর দ্বিতীয়ার্ধে জাপান দারুভাবে ম্যাচে ফিরে আসে। কিন্তু কিছুতেই গোল পাচ্ছিল না জাপান। ম্যাচের ৭৫ মিনিটে রিতসু দোয়ান জাপানকে সমতায় ফেরান। এরপর ৮৩ মিনিটে অনবদ্য গোল করে জাপানকে স্মরণীয় জয় এনে দেন তাকুমা আসানো। সৌদির ঢঙেই অঘটন ঘটিয়ে জাপান এশিয় ফুটবলের সূর্যোদয় ঘটালো।
দেখুন জার্মান সমর্থকদের শোক
একেবারে অবিশ্বাস্য ফুটবল খেলল সূর্যোদয়ের দেশ। কাতারে এশিয় ফুটবলের জয়গান দেখা গেল জাপানের ফুটবলে। ২০১৮ বিশ্বকাপে তাদের শেষ ম্যাচে জার্মানি ০-২ গোলে হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। চার বছর পর বিশ্বকাপের প্রথম ম্যাচে এশিয়ার আরও দেশের কাছে জার্মানরা হারল ১-২ গোলে। আরও পড়ুন-সরাসরি দেখুন স্পেন-কোস্টারিকা ম্যাচ
দেখুন টুইট
চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে গিয়েছিল জার্মানি। কাতারে চারবাবের বিশ্বচ্যাম্পিয়নদের শুরুটাও হল হার দিয়েই।
জাপানের কাছে প্রথম ম্যাচে হারের পর গ্রুপ অফ ডেথ থেকে নক আউটে ওঠার রাস্তাটা অনেকটা কঠিন হয়ে গেল জার্মানদের। জার্মানদের পরবর্তী ম্যাচ স্পেনের বিরুদ্ধে, সোমবার। তারপর গ্রুপের ম্যাচে জার্মানরা খেলবে নাভাসের কোস্টারিকার বিরুদ্ধে।