FIFA World Cup 2022: পোলিশদের হারিয়ে শেষ আটের লক্ষ্যে ফরাসিরা, ইংল্যান্ড ম্যাচে অঘটনে চোখ সেনেগালের
আর্জেন্টিনা, নেদারল্যান্ডস শেষ আটে উঠে গিয়েছে। আজ, রবিবার কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করার পালা গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও এবারের ফেভারিট ইংল্যান্ড।
আর্জেন্টিনা, নেদারল্যান্ডস শেষ আটে উঠে গিয়েছে। আজ, FIFA World Cup 2022 রবিবার কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করার পালা গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স (France) ও এবারের ফেভারিট ইংল্যান্ড (Frnace)। আল থুমামা স্টেডিয়ামে পোল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে নামছে ফ্রান্স। গ্রুপে প্রথম দুটি ম্যাচে অনায়াসে জিতে শেষ খেলায় তিউনিসিয়ার বিরুদ্ধে হেরে তাল কাটে ফরাসিদের। তবে আর্জেন্টিনার বিরুদ্ধে যেভাবে নাকানিচোবানি খান রবার্ট লিওয়নডস্কিরা, তারপর ফরাসিরাই যে রবিবারের শেষ ষোলোর ম্যাচে ফেভারিট তা নিয়ে সন্দেহ নেই। মেক্সিকোর থেকে গোলপার্থক্যের বিচারে আর্জেন্টিনার গ্রুপে দ্বিতীয় হয়ে নক আউটে ওঠে পোলিশরা। তিউনিসিয়ার কাছে হারলেও এমবাপেরা কিন্তু দারুণ ছন্দে আছেন।
এদিকে, ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনালে সেনেগালের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। গ্রুপ লিগে দুটো বড় জয়, একটা ড্র করে শীর্ষে থেকেই নক আউটে উঠেছেন হ্যারি কেনরা। ইংল্যান্ড সত্যিই ফেভারিটের মত খেলছে। তবে নক আউটে ব্রিটিশরা বরাবরই চোকার্স অ্যাখা পান। মোক্ষম সময়ে স্নায়ুর চাপে ভেঙে পড়ে ইংল্যান্ড ফুটবল দল। এই বিষয়টাই কাজে লাগাতে ২০ বছর পর বিশ্বকাপের নক আউটে নামছে আফ্রিকার দেশ সেনেগাল।
আরও পড়ুন-মীরপুরে অভিষেক কুলদীপ সেনের, সিরিজ থেকে ছিটকে গেলেন পন্থ, উইকেটের পিছনে রাহুল
২০ বছর আগে জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছিল সেনেগাল। ম্যাচ নির্ধারিত সময়ে ফয়সালা না হলে টাইব্রেকারে গড়ালে সুবিধা হবে সেনেগালের। কারণে সেনেগালের গোলের নিচে থাকছেন দুনিয়ার অন্যতম সেরা গোলকিপার এডুওয়ার্ড মেন্ডি। তবে ইংল্যান্ড আশাবাদী ৯০ মিনিটের মধ্যেই তারা ম্যাচ জিতে নিতে পারবে।
ফ্রান্স ও ইংল্যান্ড এদিন তাদের ম্যাচে জিতলে, কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
আজকের খেলা
প্রি কোয়ার্টার ফাইনাল
ফ্রান্স বনাম পোল্যান্ড
রাত সাড়ে ৮টা (ভারতীয় সময়)
ইংল্যান্ড বনাম সেনেগাল
রাত সাড়ে ১২টা (ভারতীয় সময়)
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ
ভায়াকম ১৮-র নতুন খেলা সম্প্রচার করা চ্য়ানেল স্পোর্টস ১৮ এসডি ও এইচডি, এমটিভি এইচডি-তে সরাসরি দেখা যাবে দুটি খেলা
অনলাইনে কীভাবে সরাসরি দেখা যাবে খেলা
জিও সিনেমা অ্যাপের মাধ্যমে সরাসরি বিনামূল্যে দেখা যাবে খেলা।