Dronacharya & Arjun award 2022: ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ক্ষেত্রের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হল অর্জুন ও দ্রোনাচার্য পুরস্কার

দ্রোণাচার্য পুরস্কার ছাড়াও ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন ক্ষেত্রের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় অর্জুন পুরস্কার।

Arjun Award 2022 Photo Credit: Twitter@ANI

৩০ নভেম্বর, ২০২২ঃ  আজ রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হল ২০২২ সালের জাতীয় ক্রীড়া ও অ্যাডভেঞ্চার পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে  প্যারা শুটিং কোচ সুমা সিদ্ধার্থ শিরুর এবং কুস্তি কোচ সুজিত মানকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বক্সিং কোচ মহম্মদ আলি কামার (Mohammad Ali Qamar)  এবং কুস্তি কোচ রাজ সিং এর হাতেও তুলে দেওয়া হয় ২০২২ সালের দ্রোণাচার্য্য পুরস্কার।

President Droupadi Murmu presents the Dronacharya award to boxing coach Mohammad Ali Qamar at the National Sports and Adventure Awards 2022 ceremony at Rashtrapati Bhavan. pic.twitter.com/8f28w9Vc0K

President Droupadi Murmu presents the Dronacharya award to wrestling coach Raj Singh at the National Sports and Adventure Awards 2022 ceremony at Rashtrapati Bhavan. pic.twitter.com/UQ3peA9ABn

দ্রোণাচার্য পুরস্কার ছাড়াও ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন ক্ষেত্রের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় অর্জুন পুরস্কার। পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন  ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন এবং প্রণয় এইচ এস (Lakshya Sen and Prannoy HS),  দাবা খেলোয়াড় আর প্রজ্ঞানান্ধা (Chess player R Praggnanandhaa)।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now