Women's T20 World Cup 2020: টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে শুরু ভারতের মেয়েদের, সিডনিতে ১৭ রানে হারল অস্ট্রেলিয়া

মহিলা টি-২০ বিশ্বকাপে (Women's T20 World Cup 2020) জয় দিয়ে শুরু করল ভারতের (India) মহিলা দল। অস্ট্রেলিয়ার (Australia) মতো শক্তিশালী দলকে তাদের ঘরের মাঠে ১৭ রানে হারিয়ে দিয়েছে ভারত। মহিলা টি২০ বিশ্বকাপে (Women's T20 World Cup) ভারতের শুরুটাই হয়েছিল টুনার্মেন্টের কঠিনতম দলের বিরুদ্ধে। শুক্রবার আয়োজক দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে সিডনিতে নেমেছিল ভারতের মেয়েরা।

পুনম যাদব (Photo: Twitter@T20WorldCup)

সিডনি, ২১ ফেব্রুয়ারি: মহিলা টি-২০ বিশ্বকাপে (Women's T20 World Cup 2020) জয় দিয়ে শুরু করল ভারতের (India) মহিলা দল। অস্ট্রেলিয়ার (Australia) মতো শক্তিশালী দলকে তাদের ঘরের মাঠে ১৭ রানে হারিয়ে দিয়েছে ভারত। মহিলা টি২০ বিশ্বকাপে (Women's T20 World Cup) ভারতের শুরুটাই হয়েছিল টুনার্মেন্টের কঠিনতম দলের বিরুদ্ধে। শুক্রবার আয়োজক দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে সিডনিতে নেমেছিল ভারতের মেয়েরা।

প্রথমে ব্যাট করে নির্বারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এরপর আরও দাপট দেখাতে থাকেন ভারতের বোলাররা। পর পর উইকেট ফেলে রীতিমতো চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়াকে। ১৯.৫ ওভারে ১১৫ রানে তাদের অলআউট করে দেয় ভারত। আরও পড়ুন: Suraj Lata Devi: স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ 'চাক দে ইন্ডিয়া'-র অনুপ্রেরণা প্রাক্তন হকি অধিনায়ক সুরজ লতা দেবীর

বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ ভারত দাপটের সঙ্গেই শুরু করেছিল। যার ফলে ফাইনালেও পৌঁছে গিয়েছিল। যা ভারতকে বিশ্বকাপের আসরেও অনেকটাই এগিয়ে রাখছে। ভারতের সব থেকে বড় সমস্যা ধারাবাহিকতার অভাব। যা ভারতকে বার বার সমস্যায় ফেলেছে। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজেও সেই সমস্যাই দেখা গিয়েছে। তবে তা এখন অতীত। ভুল শুধরেই বিশ্বকাপের আসরে নেমেছে ভারত।