Top Buys in IPL Auction 2024: আইপিএল নিলামের দামী শীর্ষ দশে রয়েছেন কারা, দেখুন তালিকা
৮ কোটি ৪০ লক্ষ টাকা আইপিএল নিলামে উত্তরপ্রদেশের ব্যাটসম্যান সমীর রিজভিকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সম্প্রতি ইউপি টি-টোয়েন্টি লিগে কানপুর সুপারস্টার্সের হয়ে পাওয়ার-প্যাকড পারফরমেন্সের সুবাদে এই সুযোগ পেয়েছেন তিনি
এই বছরের নিলাম হয়তো ২০২২ সালের মেগা নিলামের মতো না হলেও এটি ছিল বেশ ঘটনাবহুল। সব দল মিলিয়ে মোট ৭৭টি স্লটের জন্য দেখা যায় তীব্র প্রতিযোগিতা এবং কৌশলগত বিডিং। বছরের পর বছর ধরে এই নিলামও একটি উল্লেখযোগ্য এবং অধীর আগ্রহে প্রতীক্ষিত ঐতিহ্যে পরিণত হয়েছে। ২০২৩ সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপে তাঁর বীরত্বপূর্ণ নৈপুণ্যের সুবাদে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ান স্পিডস্টারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৬ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন স্টার্ক। কিন্তু ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে সংক্ষিপ্ত কেরিয়ারে ২৭ ম্যাচ খেলে ৩৪ উইকেট নিয়েছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দামি ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। কামিন্স গত মরশুমে আইপিএল থেকে বিশ্রাম নেওয়া কামিন্স ২০ কোটি ৫০ লক্ষ টাকায় হায়দরাবাদে এসেছেন। IPL 2024 KKR Squad: কেমন হল কেকেআর স্কোয়াড, নিলাম শেষে ২৫ কোটির স্টার্ক আর বাকিরা
ড্যারিল মিচেল ১৪ কোটি টাকায় সদ্যসমাপ্ত বিশ্বকাপে ৪ নম্বর ব্যাটসম্যান হিসেবে ৬৯ গড়ে ৫৫২ রান করেন কিউই ব্যাটসম্যান। মিডল অর্ডারে তাঁর অনবদ্য পারফরম্যান্স চেন্নাইয়ের ম্যানেজমেন্টের নজর কেড়েছে। হর্ষল প্যাটেল ১১.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই মিডিয়াম পেসারকে ছেড়ে দিলেও হরিয়ানার এই ক্রিকেটারের ওপর ভরসা রেখেছে পঞ্জাব কিংস। আলজারি জোসেফকে ১১.৫ কোটি টাকায় কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে পেতে মোটা অঙ্কের অর্থ (১০ কোটি টাকা) খরচ করেছে গুজরাত টাইটন্স। বাঁহাতি পেসার জনসন এ পর্যন্ত তার স্বল্প কেরিয়ারে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন।
৮ কোটি ৪০ লক্ষ টাকা আইপিএল নিলামে উত্তরপ্রদেশের ব্যাটসম্যান সমীর রিজভিকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সম্প্রতি ইউপি টি-টোয়েন্টি লিগে কানপুর সুপারস্টার্সের হয়ে পাওয়ার-প্যাকড পারফরমেন্সের সুবাদে এই সুযোগ পেয়েছেন তিনি। ৮ কোটি টাকা দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো প্রথমবার নিলামে ওঠার সময় আনসোল্ড ছিল। তবে পরে নিলামে পঞ্জাব কিংসে গিয়েছেন তিনি। ২৪টি টি-টোয়েন্টিতে ৩৬.৭৮ গড়ে ৬২৪ রান ও ১৫৬..০২ স্ট্রাইক রেটে রান করেছেন রুশো। ৭.৪ কোটি টাকা তামিলনাড়ুর ব্যাটসম্যানকে শাহরুখ খানকে ছেড়ে দেওয়া হলেও গুজরাত টাইটান্সে জায়গা পান। এছাড়া ৭.৪ কোটি টাকা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রভম্যান পাওয়েলকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
একনজরে শীর্ষ ১০ আইপিলের দামী খেলোয়াড়ের তালিকা
-মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) - ২৪.৭৫ কোটি টাকা
-প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ২০.৫০ কোটি টাকা
-ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)- ১৪ কোটি টাকা
-হর্ষল প্যাটেল (ভারত)- ১১.৭৫ কোটি টাকা
-আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)- ১১.৫ কোটি টাকা
-স্পেন্সার জনসন (অস্ট্রেলিয়া)- ১০ কোটি টাকা
-সমীর রিজভি (ভারত)- ৮.৪০ কোটি টাকা
-রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)- ৮ কোটি টাকা
-শাহরুখ খান (ভারত)- ৭.৪ কোটি টাকা
-রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)- ৭.৪ কোটি টাকা
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)