Snehasish Ganguly Hospitalised: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দাদা তথা সিএবি সচিব-র স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। গতকাল রাতেই তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্নেহাশিসের জ্বর রয়েছে, রয়েছেনশারীরিক অস্বস্তিও। তবে কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

কলকাতা, ১৪ অগাস্ট: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দাদা তথা সিএবি সচিব-র স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। গতকাল রাতেই তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্নেহাশিসের জ্বর রয়েছে, রয়েছে শারীরিক অস্বস্তিও। তবে কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

হাসপাতাল সূত্রে খবর, এখন স্থিতিশীল রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, হজমজনিত সমস্যার জন্য অসুস্থ হয়ে পড়েন স্নেহাশিস। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অ্যাসিডিটির কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন সিএবি-র সচিব। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করেন। কোভিড পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে। আরও পড়ুন: Kolkata Murder: ট্যাংরায় ১৬ বছরের কিশোরকে মধ্যরাতে নৃশংসভাবে খুন, দানা বাঁধছে রহস্য

এদিকে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলায় লন্ডনে রয়েছেন সৌরভ ও তাঁর স্ত্রী। দাদার অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের থেকে ফোনে খোঁজ নিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট।