Shahid Afridi: নরেন্দ্র মোদি যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হবে না: শাহিদ আফ্রিদি
নরেন্দ্র মোদি (Narendra Modi) যতদিন ভারতের প্রধনমন্ত্রী থাকবেন ততদিন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে না। এই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তাঁর আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাভাবনা নেতিবাচকতার (Negativity) দিকে ঝুঁকছে।
ইসলামাবাদ, ২৫ ফেব্রুয়ারি: নরেন্দ্র মোদি (Narendra Modi) যতদিন ভারতের প্রধনমন্ত্রী থাকবেন ততদিন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে না। এই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তাঁর আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাভাবনা নেতিবাচকতার (Negativity) দিকে ঝুঁকছে।
আফ্রিদি 'ক্রিকেট পাকিস্তানকে' একটি সাক্ষাৎকার দেন। সেখানেই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষক সিরিজের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে আফ্রিদি বলেন, "যতদিন নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায়, আমি ভাবছি না যে আমরা ভারতের কাছ থেকে কোনও ইতিবাচক প্রতিক্রিয়া পাব। আমরা সবাই, এমনকী ভারতীয়রাও মোদির চিন্তাভাবনা বুঝতে পেরেছি। তাঁর চিন্তাভাবনা নেতিবাচকতার দিকে ঝুঁকছে।" আফ্রিদি বলেন, "কেবলমাত্র একজন ব্যক্তির কারণে ভারত ও পাকিস্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এটিই আমরা চাই না।" তিনি আরও যোগ করেন, "সীমান্তের উভয় পাশের লোকেরা একে অপরের দেশে আসতে চায়। মোদী কী করতে চান এবং তাঁর এজেন্ডা আসলে কী তা আমি বুঝতে পারি না।" আরও পড়ুন: Sourav Ganguly's Statue At Eden Gardens: ইডেনে বসছে সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামীর মূর্তি
২০১৩ সাল থেকে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তবে দুই দল বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বিক্ষিপ্তভাবে খেলেছে। ২০১৩ সালে পাকিস্তান ভারত সফরে এসে তিনটি ওয়ানডে খেলে। অন্যদিকে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬ সালে ভারত শেষবার পাকিস্তান সফরে গেছিল।