North Zone vs North East Zone, Day 2 Duleep Trophy Live Streaming: ধ্রুব শোরের শতকের সুবাদে উত্তরাঞ্চলের স্কোর ৩০৬/৬, সরাসরি দেখবেন যেখানে

উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চলের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়

Dhruv Shorey (Photo Credit: Mandeep Singh/ Twitter)

ভারতের ঘরোয়া ক্রিকেটের দলীপ ট্রফির আয়োজন করেছে বেঙ্গালুরু। টসে জিতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বোলিংয়ের সিদ্ধান্ত নেন উত্তর-পূর্বাঞ্চল। প্রথমে ব্যাটিং করতে নেমে উত্তরাঞ্চলের হয়ে শতরান করেন ধ্রুব শোরে। ১৩৫ রান করে ওপেনার ফিরে যান কিষাণ সিংহয়ের বলে। এরপর নিশান্ত সিন্ধু ৭৬ রানে অপরাজিত রয়েছেন সঙ্গে ২৩ রানে রয়েছেন পুলকিত নারাং। এছাড়া প্রশান্ত চোপড়া ৩২ রান এবং প্রভসিমরান সিং ৩১ রানে ফিরে যান। অধিনায়ক জয়ন্ত যাদব শূন্য রানে ফিরে যান। উত্তর-পূর্বাঞ্চলে ফেরোইজাম জোতিন এবং এল কিষাণ সিংহ ২ টি করে, এছাড়া দিপু সাংমা এবং ইমলিওয়াটি লেমতুর ১ টি করে উইকেট নেন। এই টুর্নামেন্টে আগের বছরের ফাইনালিস্ট দক্ষিণ ও পশ্চিমের দল সরাসরি সেমিফাইনালে প্রবেশ করবে। বাকি চারটি দল দুটি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা সেমিফাইনালে দক্ষিণ ও পশ্চিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর ফাইনাল অনুষ্ঠিত হবে। East Zone vs Central Zone, Day 2 Duleep Trophy Live Streaming: ২ উইকেট খুইয়ে বিপাকে পূর্বাঞ্চল, পিছিয়ে ১৫০ রানে; সরাসরি দেখবেন যেখানে

কবে, কোথায় আয়োজিত হবে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, দলীপ ট্রফি ২০২৩?

২৯ জুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium, Bengaluru) দলীপ ট্রফিতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল।

কখন থেকে শুরু হবে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, দলীপ ট্রফি ২০২৩?

২০২৩ দলীপ ট্রফিতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চলের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?

উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?

উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ অনলাইনেও সরাসরি সম্প্রচার করা হবে না। বিসিসিআই ডোমেস্টিকে ম্যাচের খবর জানা যাবে।