IPL Auction 2025 Live

Mohammad Shami-Hasin Jahan Divorce Case: এশিয়া কাপের আগে সমস্যা বাড়ল শামির, স্ত্রী হাসিন জাহানের ক্ষেত্রে এই নির্দেশ দিল আদালত

হাসিন জাহানের সঙ্গে চলমান বিরোধের মামলায় আদালত শামিকে তার ভাই মহম্মদ হাসিবের সঙ্গে ৩০ দিনের মধ্যে জামিনের নির্দেশ দিয়েছেন

Mohammed Shami - Hasin Jahan (Photo Credit: Instagram)

ভারতীয় দলের পেসার মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের বিবাদ ক্রমেই তীব্র হচ্ছে। এশিয়া কাপের আগে, এখন আবার মহম্মদ শামির অসুবিধা ক্রমশই বাড়ছে বলে মনে করা হচ্ছে। হাসিন জাহানের সঙ্গে চলমান বিরোধের মামলায় আদালত শামিকে তার ভাই মহম্মদ হাসিবের সঙ্গে ৩০ দিনের মধ্যে জামিনের নির্দেশ দিয়েছেন। এই ঘটনা শামির জন্য টেনশন আরও বাড়িয়ে দেবে। কারণ ৩০ আগস্ট থেকে এশিয়া কাপে খেলবেন শামি। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ, তারপর বিশ্বকাপ। জামিন না পেলে গ্রেফতারও হতে পারেন তিনি। ২০১১ সালে মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের প্রথম পরিচয় হয়। তখন হাসিন ছিলেন কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডার। এর পর শামির সঙ্গে ধারাবাহিক সাক্ষাৎ বাড়তে থাকার পর হাসিন চিয়ারলিডারের চাকরি ছেড়ে দেন। এর পর ২০১৪ সালে দু'জনে বিয়ে করেন। Wrestling Federation of India Suspended: বিশ্ব মঞ্চে ভারতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ বাতিলের কি কারণ? কি হতে পারে ফলাফল?

বিয়ের প্রায় চার বছর পর ২০১৮ সালে মহম্মদ শামির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনেন হাসিন। শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন হাসিন। এর পর দু'জনেই আলাদা হয়ে যান এবং মামলা আদালতে পৌঁছয়। এই অভিযোগ ওঠার পর হাসিন জাহান আবারও নিজের পেশায় ফিরে আসেন এবং মডেলিং শুরু করেন। হাসিন জাহান শামির বিরুদ্ধে মামলা দায়ের করার সময় মাসে ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন। এর মধ্যে নিজের জন্য ৭ লক্ষ টাকা এবং মেয়ের জন্য ৩ লক্ষ টাকা। হাসিন জাহানের আইনজীবী জানান, ২০২২ সাল পর্যন্ত শামির বার্ষিক আয় ৭ কোটি টাকা। সেই সময় সঙ্গে শামির আইনজীবী জানিয়েছিলেন, হাসিন জাহান নিজে একজন পেশাদার মডেল। সে কারণেই এত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা উচিত। এর পরে আদালত জানিয়েছিল, মাত্র ১ লক্ষ ৩০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।