PBKS vs DC, IPL 2021 Stat Highlights: পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে ফিরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস

চলতি আইপিএলের ২৯-তম ম্যাচে পাঞ্জাব কিংসকে সাত তাড়াতাড়ি প্যাভিলিয়নে পাঠালো দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)৷ এদিনের জয়ের সঙ্গে সঙ্গেই পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল ঋষভ পন্থের টিম৷ এবার দিল্লি ক্যাপিটালস ৮ ম্যাচের ৬টিতেই জয়ের হাসি হেসেছে৷

শিখর ধাওয়ান পৃথ্বী শ (Photo Credits: Twitter/Delhi Capitals)

চলতি আইপিএলের ২৯-তম ম্যাচে পাঞ্জাব কিংসকে সাত তাড়াতাড়ি প্যাভিলিয়নে পাঠালো দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)৷ এদিনের জয়ের সঙ্গে সঙ্গেই পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল ঋষভ পন্থের টিম৷ এবার দিল্লি ক্যাপিটালস ৮ ম্যাচের ৬টিতেই জয়ের হাসি হেসেছে৷ কে এল রাহুলকে চাড়াই এদিন বাইশ গজের দৌড়ে নেমেছিল পাঞ্জাব কিংস৷ ব্যাট হাতে রবিবারের সূচনা একেবারেই সুখকর ছিল না৷ শুরুতেই প্রাভসিমরান ও ক্রিস গেইলকে হারিয়ে বিপাকে পড়ে গেল পাঞ্জাব কিংস৷ তবে অধিনায়ক মহাঙ্ক আগরওয়াল ও দাউদ মালানের জুটি পাঞ্জাব কিংসকে সম্মানজনক রানে নিয়ে আসে৷ অন্যদিকে পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটি দিল্লি ক্যাপিটালসের জন্য সবসময়ই বরণীয়৷  আরও পড়ুন-Narendra Modi to Mamata Banerjee: ভোট মিটতেই সৌজন্য, মমতাকে শুভেচ্ছা নরেন্দ্র মোদির

ব্যাট হাত পৃথ্বী ও ধাওয়ান একবার জলে উঠলেই দিল্লি ক্যাপিটালসের সুখের মুহূর্ত শুরু হয়ে যায়৷   এরপর এই জুটির যোগ্য সঙ্গতে আসেন স্টিভ স্মিথ ও সিমরান হেটমায়ার৷ সবমিলিয়ে সাত উইকেটে পাঞ্জাব কিংসকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস৷



@endif