India vs Australia 1st ODI 2020 Live Streaming: আজ ওয়াংখেড়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত, সরাসরি ম্যাচ দেখবেন কোন চ্যানেলে? অনলাইনে বিনামূল্যে কোথায় মিলবে লাইভ আপডেট? জানুন এক ক্লিকে
সম্প্রতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে (Sri Lanka) ধরাশায়ী করেছে টিম কোহলি (Virat Kohli)। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সেই একই ছন্দ ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ বিরাট বাহিনীর কাছে। কারণ এরপরই নিউজিল্যান্ড (New Zealand) উড়ে যেতে হবে টিম ইন্ডিয়াকে। তার আগে ঘরের মাঠে ভাল ফর্মে থাকলে দলে আত্মবিশ্বাসের ঘাটতি হবে না। কোহলি অবশ্য ডিউ ফ্যাক্টরটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। রান তাড়া করলেই লাভ ভারতের। তবে টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন ভারত অধিনায়ক।
IND vs AUS Free Live Streaming Online: সম্প্রতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে (Sri Lanka) ধরাশায়ী করেছে টিম কোহলি (Virat Kohli)। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সেই একই ছন্দ ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ বিরাট বাহিনীর কাছে। কারণ এরপরই নিউজিল্যান্ড (New Zealand) উড়ে যেতে হবে টিম ইন্ডিয়াকে। তার আগে ঘরের মাঠে ভাল ফর্মে থাকলে দলে আত্মবিশ্বাসের ঘাটতি হবে না। কোহলি অবশ্য ডিউ ফ্যাক্টরটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। রান তাড়া করলেই লাভ ভারতের। তবে টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন ভারত অধিনায়ক।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। গুয়াহাটির (Guwahati) চূড়ান্ত অব্যবস্থার জন্য বৃষ্টি থামলেও ম্যাচ শুরু করা যায়নি। ফলে তিন ম্যাচের সিরিজ পরিণত হয় দু’ম্যাচে। এদিন সন্ধে নামলে উইকেটে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অজি দলকে (Team Australia) ভেজা বল নিয়ে প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল। ওয়াংখেড়ের (Wankhede) পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই জানা যাচ্ছে। ঘরের মাঠে এদিন বড় রানের ইনিংস খেলতে তৈরি রোহিত শর্মা। অনুশীলনে ডানহাতের আঙুলে চোট পেলেও এখনও পর্যন্ত তাঁর বাদ পড়ার কোনও খবর নেই। ফিঞ্চদের বিরুদ্ধে এদিন ৫৬ রান করলে নতুন রেকর্ডও গড়ে ফেলবেন হিটম্যান। সপ্তম ভারতীয় হিসেবে ওয়ানডেতে ন’হাজার রান হয়ে যাবে তাঁর। শুধু তাই নয়, ১২৮ রান করতে পারলে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডেতে রানের নিরিখে রিকি পন্টিংকে টপকে যেতে পারবেন তিনি। ৩৭ ম্যাচে রোহিতের সংগ্রহ ২০৩৭ রান। প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং সেখানে ৫৯ ম্যাচে করেছিলেন ২১৬৪ রান। তালিকার শীর্ষে অবশ্য রয়েছেন শচীন তেণ্ডুলকর (৩০৭৭)। তবে তিনি ওপেন করেন নাকি ধাওয়ান ও রাহুলকে নিয়ে ছক সাজান কোহলি, সেটাই এখন দেখার। মঙ্গলবার বেলা দেড়টা থেকে শুরু হবে ম্যাচ। দুপুর ১টায় টস। জানুন সরাসরি ম্যাচ দেখবেন কোন চ্যানেলে? অনলাইনে বিনামূল্যে কোথায় মিলবে লাইভ আপডেট?India Vs Australia, Live Cricket Score 1st ODI Match. আরও পড়ুন: Kento Momota: সড়ক দুর্ঘটনায় জখম হয়ে নাক ভাঙল বিশ্বসেরা জাপানি ব্যাডমিন্টন তারকা কেনটো মোমোটার
ম্যাচের দিনক্ষণ
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় সময় বেলা দেড়টা থেকে শুরু হবে ম্যাচ। দুপুর ১টায় টস।
সরাসরি ম্যাচ দেখবেন কোন চ্যানেলে?
আনুষ্ঠানিকভাবে ম্যাচের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস। ফলে তাঁদের যেকোনো ভাষার চ্যানেলেই দেখা যাবে লাইভ ম্যাচ। যাদের মধ্যে রয়েছে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ বাংলা, স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কানাড়া, স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস হিন্দি ১/এইচডি-তে। এছাড়াও ডি ডি স্পোর্টস-এ দেখা যাবে লাইভ ম্যাচ।
অনলাইনে বিনামূল্যে কোথায় মিলবে লাইভ আপডেট?
আনুষ্ঠানিকভাবে ম্যাচের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস। ফলে অনলাইনে বিনামূল্যে এই ম্যাচের লাইভ আপডেট দেখতে পারেন 'হটস্টার'-এ। জিও ব্যবহার কারীরাও বিনামূল্যে এই ম্যাচ উপভোগ করতে পারেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)