Khalistan Zindabad Before World Cup: বিশ্বকাপের ম্যাচের আগে ধর্মশালার দেওয়ালে 'খালিস্তান জিন্দাবাদ' স্লোগান

খালিস্তানপন্থী স্লোগান দিয়ে দেওয়াল বিকৃতির দায় স্বীকার করেছে খালিস্তানের চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিখ ফর জাস্টিস

Khalistan Zindabad Graffiti in Dharamshala before CWC 2023 (Photo Credit: EspnCricinfo & IANS/ X)

ধর্মশালাঃ ধর্মশালায় আইসিসি বিশ্বকাপের ম্যাচ শুরু হওয়ার তিন দিন আগে এক সরকারি দফতরের দেওয়ালে 'খালিস্তান জিন্দাবাদ' গ্রাফিটি করেছে কিছু দুষ্কৃতী। পরে কিছু স্থানীয়দের চোখে বিষয়টি পড়লে পুলিশকে জানায় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। Republic World-এর খবর অনুসারে, আগামী ৭ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচের আগে বুধবার ধর্মশালায় খালিস্তানপন্থী স্লোগান দিয়ে দেওয়াল বিকৃতির দায় স্বীকার করেছে খালিস্তানের চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিখ ফর জাস্টিস (SFJ)। দেওয়ালে 'খালিস্তান জিন্দাবাদ' লেখা স্লোগান দেখিয়ে এসএফজে প্রধান গুরপতবন্ত পান্নুন (Gurpatwant Pannun) একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, ২০২৩ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হচ্ছে, যা খালিস্তান জঙ্গি হরদীপ নিজ্জার (Hardeep Nijjar) হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাডারের অধীনে থাকবে। Pakistan: অবৈধ আফগানদের এক মাসের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ

খালিস্তান টাইগার ফোর্সের (KTF) প্রধান হরদীপ সিং নিজ্জরকে কানাডার সারেতে (Surrey) গুলি করে হত্যা করা হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত সারে শহরে দুই সশস্ত্র ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। তিনি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, শিখ ফর জাস্টিস-এর সাথে যুক্ত ছিলেন, যা ভারত সরকার ২০১৯ সালে ভারত বিরোধী কার্যকলাপের জন্য আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট (Unlawful Activities Prevention Act)-এর অধীনে নিষিদ্ধ করে। পাঞ্জাবে তার বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা জেনে ভারত সরকার এর আগে কানাডার কর্মকর্তাদের তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। কয়েক মাস আগেও ধর্মশালার বিধানসভা চত্বরের বাইরের দেওয়ালেও একই ধরনের গ্রাফিটি পাওয়া গিয়েছিল। সেই সময়ও মার্কিন বিচ্ছিন্নতাবাদী গুরুপতবন্ত সিং পান্নু এই ঘটনার দায় স্বীকার করেছিলেন। পরে পাঞ্জাবের রোপার জেলার মোরিন্দা থেকে গ্রাফিটি তৈরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে কাংড়া পুলিশ।