IPL 2022 Retention List: কোন আইপিএল দল কোন কোন খেলোয়াড়কে রেখে দিল? দেখে নিন পুরো তালিকা
কোন কোন প্লেয়ারদের তারা ধরে রাখছে, গতকালই ছিল আইপিএল-র (IPL 2022) দলগুলির জানানোর শেষ সময়সীমা। আগামী কয়েকদিনের মধ্যে মেগা আইপিএল নিলাম (IPL Mega Auction)। আগামী মরসুমে আইপিএল হবে ১০ দলের। তাই নিলামে প্রতিটি দলের মধ্যেই প্লেয়ার কেনার ক্ষেত্রে জোর টক্কর হবে। বেশিরভাগ দলই নামবে নতুন অধিনায়কের নেতৃত্বে। আগেই জানানো হয়েছিল প্রতিটি দল আগের দলের থেকে সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় ধরে রাখতে (Reten) পারবে। বাকিদের ছেড়ে দিতে হবে।
কোন কোন প্লেয়ারদের তারা ধরে রাখছে, গতকালই ছিল আইপিএল-র (IPL 2022) দলগুলির জানানোর শেষ সময়সীমা। আগামী কয়েকদিনের মধ্যে মেগা আইপিএল নিলাম (IPL Mega Auction)। আগামী মরসুমে আইপিএল হবে ১০ দলের। তাই নিলামে প্রতিটি দলের মধ্যেই প্লেয়ার কেনার ক্ষেত্রে জোর টক্কর হবে। বেশিরভাগ দলই নামবে নতুন অধিনায়কের নেতৃত্বে। আগেই জানানো হয়েছিল প্রতিটি দল আগের দলের থেকে সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় ধরে রাখতে (Reten) পারবে। বাকিদের ছেড়ে দিতে হবে।
ছেড়ে দেওয়া খেলোয়াড়দের মধ্যে থেকে আসন্ন মরসুমে আসা নতুন দু'টি দল তিনজন খেলোয়াড়কে নিতে পারবে। এরপর যে খেলোয়াড়রা থাকবেন তাঁদের নিয়ে নিলাম হবে। এবার নিলামের জন্য সর্বোচ্চ ৯০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন: Shardul Thakur: শার্দুল ঠাকুরের এনগেজমেন্টে জমিয়ে মজা করলেন রোহিত শর্মা, রাহুল- ধওয়ানরা কী বললেন
এক নজরে আইপিএল-র ৮টি দলের ধরে রাখা খেলোয়াড়রা:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি) ও মহম্মদ সিরাজকে (৭ কোটি) ধরে রাখা হয়েছে। নিলামে তাদের হাতে থাকছে ৫৭ কোটি টাকা।
মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরা (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কায়রন পোলার্ডকে (৬ কোটি) ধরে রাখছে। ৪৮ কোটি টাকা নিয়ে নিলামে নামবে দলটি।
পঞ্জাব কিংস: মায়াঙ্ক আগারওয়াল (১২ কোটি), অর্শদীপ সিংকে (৪ কোটি) ধরে রেখেছে পঞ্জাব। নিলামে পঞ্জাবের হাতে থাকবে ৭২ কোটি টাকা।
সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিমাসন (১৪ কোটি), আব্দুল সামাদ (৪ কোটি), উমরান মালিককে (৪ কোটি) রয়ে গিয়েছেন দলে। নিলামে হায়দরাবাদের হাতে থাকবে ৬৮ কোটি টাকা।
চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিংহ ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)। নিলামে চেন্নাইয়ের হাতে থাকছে ৪৮ কোটি টাকা।
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), পৃথ্বী শা (৭.৫ কোটি), আনরিখ নোর্খে (৬.৫ কোটি)। নিলামে দিল্লির হাতে থাকছে ৪৮ কোটি টাকা।
কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারায়ণ (৬ কোটি)। নিলামে তাদের হাতেও থাকছে ৪৮ কোটি টাকা।
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)। নিলামে তাদের হাতে থাকবে ৬২ কোটি টাকা।