KKR vs MI: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2021) আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আইপিএলে মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতার রেকর্ড মোটেই ভালো নয়। ২৭টি ম্যাচের মধ্যে তারা ২১টি ম্যাচেই হেরেছে। তাই আজকের ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে রোহিত শর্মা বাহিনী। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে চাঙ্গা কেকেআর শিবির। ইয়ন মর্গানের দল চাইবে জয়ের ধারা বজায় রাখতে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2021) আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আইপিএলে মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতার রেকর্ড মোটেই ভালো নয়। ২৭টি ম্যাচের মধ্যে তারা ২১টি ম্যাচেই হেরেছে। তাই আজকের ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে রোহিত শর্মা বাহিনী। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে চাঙ্গা কেকেআর শিবির। ইয়ন মর্গানের দল চাইবে জয়ের ধারা বজায় রাখতে।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অর্ধশতক হাঁকানোর পরে নীতীশ রানা এবং রাহুল ত্রিপাঠির আত্মবিশ্বাস তুঙ্গে। বল হাতে শাকিব অল হাসান দেখিয়ে দিয়েছেন যে কেন তাঁকে সুনীল নারাইনের বদলে একাদশে রাখা হয়েছিল। আরও পড়ুন: RR vs PBKS, VIVO IPL 2021: রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪ রানে হারাল পাঞ্জাব কিংস
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার / জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গান, দীনেশ কার্তিক, শাকিব অল হাসান, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ, হরভজন সিং, বরুণ চক্রবর্তী।
পরিসংখ্যান: দুই দল এর আগ ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ২১টিতে জিতেছে মুম্বাই। কলকাতা জিতেছে ৬টি ম্যাচে।