IPL 2021: চোট পেয়ে টুর্নামেন্টের বাইরে রিঙ্কু সিং, পরিবর্তে এলেন গুরকিরত সিং মন

নীতীশ রানা করোনা মুক্ত হওয়ার পর মিলেছিল স্বস্তি। যদিও তা বেশি স্থায়ী হল না। আবারও ধাক্কা কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে। হাঁটুতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন কেকেআর তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। তাঁর বদলে এলেন গুরকিরত সিং মন (Gurkeerat Singh Mann)। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছেন এই ক্রিকেটার। গুরকিরত সিং মনকে ৫০ লাখ টাকাতেই কেনা হয়েছে।

গুরকিরত সিং মন (Photo: Twitter)

নীতীশ রানা করোনা মুক্ত হওয়ার পর মিলেছিল স্বস্তি। যদিও তা বেশি স্থায়ী হল না। আবারও ধাক্কা কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে। হাঁটুতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন কেকেআর তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। তাঁর বদলে এলেন গুরকিরত সিং মন (Gurkeerat Singh Mann)। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছেন এই ক্রিকেটার। গুরকিরত সিং মনকে ৫০ লাখ টাকাতেই কেনা হয়েছে।

২০১৭ সালে আইপিএল অভিষেক হওয়া রিঙ্কু মোট ১১ টি আইপিএল ম্যাচ খেলেছেন। অন্যদিকে আইপিএল ২০২০ আরসিবি-র হয়ে খেলেছেন গুরকিরত। যদিও এই মরশুমের নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। নিলামেও কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। গুরকিরত আরসিবি-র হয়ে গত মরশুমে ৮টি ম্যাচ খেলে করেছেন ৭১ রান। আরও পড়ুন: Devdutt Padikkal Tests Positive for COVID-19: করোনা আক্রান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার দেবদূত পাদিক্কাল

২০১২ সালে তাঁর আইপিএল অভিষেক হয় তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। ঘরোয়া ক্রিকেটেও পঞ্জাবের হয়েই খেলেন তিনি। মোট ৪১টি আইপিএল ম্যাচে ৫১১ রান করেছেন গুরকিরৎ। উইকেট নিয়েছেন ২টি। ১১ এপ্রিল প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।



@endif